টাইনি টটস/সামার ফিল্ড স্কুলের সুবর্ণ জয়ন্তী পালিত

সম্প্রতি টাইনি টটস/সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর রচনা অবলম্বনে সত্যজিৎ রায়ের অমর চলচ্চিত্র ‘গুপী গাইন বাঘা বাইন’ এর নাট্যরূপ মঞ্চস্থ করা হয়েছিল। ১৪ অক্টোবর শনিবার শাহবাগের জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে দুপুর বারোটা এবং বিকাল সাড়ে চারটায় নাটকটির দুটি শো মঞ্চস্থ হয়।

টাইনি টটস/সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপালসহ এই শো দুটিতে বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

মিসেস ফাইজি চৌধুরী এবং মিস মার্গারেট ইনান্ডারের হাত ধরে ১৯৭৪ সালে টাইনি টটস প্লে প্রতিষ্ঠিত হয়। তাদের লক্ষ্য ছিল ভালোবাসা এবং মমত্তের মাধ্যমে স্কুল পূর্ব শিক্ষাদান করা। পশ্চিমা এবং আমাদের ঐতিহ্যবাহী শিক্ষার্থীর মিশ্রণের মাধ্যমে শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং সহশিক্ষার মজবুত ভিত তৈরি করা ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।

টাইনি টটস/সামার ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাসরুম এবং পাঠ্য বইয়ের ঊর্ধ্বে উঠে টেকসই শিক্ষা প্রদানে কাজ করে আসছে। ফলশ্রুতিতে অজস্র শিক্ষার্থী বছরের পর বছর ধরে ব্যক্তিগত এবং কর্মজীবনে অভূতপূর্ব সাফল্য অর্জন করছে। স্কুলটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =