আবারও টালিউড সিনেমায় তারিন

শোবিজে প্রায় চার দশক ধরে বিচরণ তারিন জাহানের। ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করলেও বড় পর্দা থেকে অনেকটা দূরেই ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে সেই দূরত্ব ঘুচিয়ে সিনেমায় অভিনয় করছেন তারিন। গত বছর হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমায় দেখা গেছে তাঁকে। চলতি বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তারিন অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘এটা আমাদের গল্প’। ইতিমধ্যে ৫০ দিন পূর্ণ করে এখনো প্রেক্ষাগৃহে চলছে মানসী সিনহা পরিচালিত সিনেমাটি। এরই মধ্যে খবর পাওয়া গেল তারিনের নতুন টালিউড সিনেমার। একই পরিচালকের ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমায় অভিনয় করবেন তারিন। এতে আরও থাকবেন অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা প্রমুখ।

এটা আমাদের গল্প সিনেমার ৫০ দিন পূর্তি উদ্‌যাপন করতে গতকাল কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তারিন। যাওয়ার সময় আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন নতুন সিনেমা নিয়েও। তারিন বলেন, ‘ইতিমধ্যে প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করেছে এটা আমাদের গল্প। গল্পনির্ভর একটি সিনেমার এমন অর্জনে আমরা সবাই আনন্দিত। ভালো সিনেমা হলে দর্শক এখনো প্রেক্ষাগৃহে যায়, এটাই তার প্রমাণ। সে উপলক্ষেই কলকাতায় যাওয়া। এ ছাড়া মানসীদির নতুন সিনেমা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে। সেই বিষয়েও চূড়ান্ত কথাবার্তা হবে।’

প্রথম সিনেমার মতো নিজের দ্বিতীয় সিনেমায়ও সম্পর্কের কথা বলবেন মানসী সিনহা। নির্মাতা জানান, এমন অনেক মানুষ আছে, পরিস্থিতির চাপে যাঁরা একা থাকতে বাধ্য হন, তাঁদের নিয়েই এই সিনেমার গল্প। নামকরণ করা হয়েছে একটি বাড়ির ঠিকানা দিয়ে। সেই বাড়ির গল্প নিয়েই সিনেমা।

এটা আমাদের গল্প সিনেমায় তারিন অভিনয় করেছেন বাঙালি এক হিন্দু পরিবারের মেয়ের চরিত্রে, যার বিয়ে হয় কলকাতার এক বনেদি পরিবারে। নতুন সিনেমায় তাঁর চরিত্রটি কেমন জানতে চাইলে তারিন বলেন, ‘গল্পটি নিয়ে আলাপ হয়েছে। প্রথম সিনেমার মতো এবারও সম্পর্কের ভেতরের গল্পগুলো দেখা যাবে। তবে এখনো আমার চরিত্র নিয়ে বিস্তারিত আলাপ হয়নি। এ ছাড়া এখনো যেহেতু চুক্তিবদ্ধ হইনি, তাই ধারণা দিতে চাচ্ছি না। কলকাতায় গিয়ে চুক্তিবদ্ধ হওয়ার পর জানাব।’

তারিন আরও জানালেন টালিউডের পাশাপাশি বাংলাদেশেও একাধিক সিনেমা নিয়ে কথাবার্তা হচ্ছে তাঁর। তারিন বলেন, ‘বাংলাদেশের দুজন নির্মাতার সঙ্গে সিনেমা নিয়ে কথা চলছে। এখনো ফাইনাল কিছু হয়নি। চিত্রনাট্য পড়ছি। কলকাতা থেকে ফিরে এসে তাঁদের সঙ্গে আবার বসা হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × two =