টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগের পরবর্তী আসরের প্লেয়ার ড্রাফটে আছেন  বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি দিয়ে এক স্ট্যাটাসে টি-টেন লিগ কর্তৃপক্ষ লিখেছে, ‘ব্যাটাররা সাবধান! ডেভিড উইলি, দুশমন্থ চামিরা, মোস্তাফিজুর রহমান, তাবরাইজ শামসি ও টাইমাল মিলস সিজন ৬-র ড্রাফটে আছে।’

২০১৭ সালে প্রথম আসরে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু ইনজুরির ইস্যুতে ঐ আসরে খেলতে পারেননি তিনি। সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টেন লিগের প্লেয়ার ড্রাফটে মুস্তাফিজ।

তবে ইতিমধ্যে আগামী টি-টেনে বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে খেলা নিশ্চিত করেছে সাকিব। ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসরটি। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 13 =