টি-টোয়েন্টি বিশ্বকাপে শীর্ষে সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারে রেকর্ড গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার সুপার টুয়েলভে গ্রুপ-১এ শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে সর্বোচ্চ শিকারী বনে যান সাকিব। এ ম্যাচ খেলতে নামার আগে সাকিবের উইকেট ছিলো ৩৯টি। তার সাথে শীর্ষে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

রবিবারের ম্যাচে শ্রীলংকা ইনিংসের নবম ওভারের প্রথম বলে প্রতিপক্ষের ব্যাটার পাথুম নিশাঙ্কাকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় আসরে সাকিব ৩০টি উইকেট শিকার করেছিলেন। আর এবারের বিশ্বকাপের বাছাই পর্বে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারী হবার দ্বারপ্রান্তে পৌঁছে  যান সাকিব।বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২টি, ওমানের বিপক্ষে ৩টি ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এতে বিশ্বকাপ মঞ্চে নিজের ২৯তম ম্যাচে রেকর্ডের মালিক হয়ে গেলেন তিনি।

৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেলেন আফ্রিদি। ৩১ ম্যাচে ৩৮ উইকেট আছে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + seventeen =