টিকিটের অর্থ যাবে বন্যার্তদের জন্য

বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার নাট্যদলগুলো। নাটকের প্রদর্শনী থেকে পাওয়া অর্থ দিয়ে বন্যার্তদের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে নাট্যদল এথিক, বটতলা ও অনুস্বর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে স্থবির হয়ে পড়েছিল নাট্যাঙ্গন। এক মাসের বেশি সময় ধরে বন্ধ ছিল মঞ্চনাটকের প্রদর্শনী। বিরতি কাটিয়ে গতকাল এথিক নাট্যদলের ‘হাঁড়ি ফাটিবে’ দিয়ে ঢাকার মঞ্চে ফিরেছে নাটক। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় নাটকটি। মিন্টু সরদারের নির্দেশিত এ নাটকের প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে বন্যার্তদের মাঝে। এথিকের সভাপতি রেজানুর রহমান বলেন, ‘দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই নাটকের টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সাহায্যার্থে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বটতলা মঞ্চে আনছে তাদের দর্শকপ্রিয় নাটক ‘বন্যথেরিয়াম’। ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায় মহিলা সমিতিতে প্রদর্শিত হবে নাটকটি। এই নাটকের প্রদর্শনী থেকে প্রাপ্ত সব অর্থ বন্যাদুর্গত এলাকার শিশুদের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে নাট্যদলটি। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যথেরিয়াম নাটকের নির্দেশক ইভান রিয়াজ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ প্রদর্শনীর টিকিট বিক্রির পুরো টাকা বন্যাদুর্গত এলাকার শিশুদের জন্য দেওয়া হবে। এদিন আমরা শিশুদের জন্য পোশাকও সংগ্রহ করব। জলপুতুল পাপেটসকে আমরা সেগুলো দিয়ে দেব। তারা শিশুদের কাছে পৌঁছে দেবে। এ ছাড়া বিকেল ৪টা থেকে শিশুদের জন্য থাকছে “ড্র উইদ কার্টুন পিপল”। অভিভাবকদের আহ্বান করব, আপনার শিশুকে সঙ্গে নিয়ে চলে আসুন।’

একই দিন পাইওনিয়ার রোড সেগুনবাগিচার অনুস্বর স্টুডিওতে বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে অনুস্বরের দশম প্রযোজনা ‘বিবিধ শোক অথবা সুখ’। এ নাটকের টিকিট বিক্রির অর্থ যাবে বন্যার্তদের তহবিলে। গতকাল বিষয়টি নিশ্চিত করে অনুস্বরের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘জীবনে সংকট থাকবেই। সবকিছুর পাশাপাশি আমাদের সাংস্কৃতিক জীবন শুরু হোক। প্রদর্শনীর টিকিট থেকে প্রাপ্ত অর্থ বন্যার্তদের তহবিলে দেওয়া হবে।’ ব্রিটিশ নাট্যকার ডেভিড হেয়ারের ‘দ্য ভার্টিক্যাল আওয়ার’ নাটকটি ‘প্রলম্বিত প্রহর’ নামে ভাষান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। তাঁর অনুমতি নিয়ে নাটকটি নিজের মতো করে সাইফ সুমন লিখেছেন বিবিধ শোক অথবা সুখ নামে। নির্দেশনাও দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 2 =