টেন্ডুলকার – অ্যান্ডার্সন টেস্ট সিরিজ – হাড্ডা হাড্ডি লড়াই শেষে নিঃশাস রোধী উত্তেজনার জয় পেলো ইংল্যান্ড

ক্রিকেট মক্কা লর্ডসে ক্রিকেটের দুই বিশ্ব মোড়ল ইংল্যান্ড আর ভারতের ৫  দিনের শেয়ানে শেয়ানে লড়াই শেষে ২২ রানের ব্যাবধানে টেস্ট জয় করলো স্বাগতিক ইংল্যান্ড। ৫ ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেলো ২-১। ক্রিকেট বিশ্বে যখন টি ২০ ফ্রাঞ্চাইজির দাপটে টেস্ট ক্রিকেট হাপিত্তেশ অবস্থা তখন এই ধরণের তুখোড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ টেস্ট ক্রিকেটের জন্য মৃতসঞ্জীবনী  সুধা বই কিছু নয়। উত্তেজনায় টইটম্বুর এই টেস্টের প্রথম ইনিংসে দুই দল ৩৮৭ রান করে সমান্তরাল অবস্থানে ছিল। ক্রমাগত বোলিং বান্ধব হতে থাকা উইকেটে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রান করে ভারতকে ১৯৩ রানের টার্গেট ছুড়ে দেয়। ভারতের শক্তিশালী গভীর ব্যাটিং লাইন আপের কাছে এই লক্ষ্য তাড়া করা খুব কঠিন মনে হয়নি। কিন্তু উইকেটের কিছুটা অসম বাউন্স কাজে লাগিয়ে চতুর্থ দিন শেষে ৫৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড চ্যালেঞ্জ ছুড়ে দেয়। শেষ দিনে ৯০ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে ভারতের প্রয়োজন ছিল ১৩৫ রান। এই সিরিজে ধারাবাহিক ভালো ব্যাটিং করা কে এল রাহুল ৩৪ রানে অপরাজিত। ব্যাটিং করতে বাকি মারকুটে ঋষভ পান্ট , রবীন্দ্র জাদেজা। ৫ম দিনের শুরুতে ইংল্যান্ড দ্রুত পান্ট, রাহুল, ওয়াশিংটন সুন্দরের উইকেট তুলে নিয়ে কোঁথাহা করে ফেলে ভারতকে। জয় পরাজয়ের মাঝামাঝি দাঁড়িয়ে একাই যুদ্ধ করে ভারতের খ্যাতিমান অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা (৬১*)। কিন্তু অদম্য স্টোকস, ওকস, আর্চারদের সাঁড়াশি আক্রমণের মোকাবেলায় ভারত দুর্গ ১৭০ রানে ভেঙে পরে। ২২ রানে জয় ছিনিয়ে নেয় বেন স্টোকস নেতৃত্বের ইংরেজ বাহিনী। সিরিজে ২-১ এগিয়ে যায় ইংল্যান্ড। আগামী দুটি টেস্ট হয়ে পড়েছে সিরিজ নিৰ্ধাৰণের নিয়ামক।

ফিরে তাকালে দেখা যাবে ঐতিহাসিক লর্ডস ময়দানে এই টেস্টে ভারতের ইনফর্ম ব্যাটসম্যান শুভমান গিল, যাসভি জয়সোয়াল, করুন নায়ার উভয় ইনিংসে ব্যর্থ হয়েছে। কে এল রাহুল (১০০, ৩৯) আর রবীন্দ্র জাদেজা  (৭২,৬১) উভয় ইনিংসে ভালো ব্যাটিং করেও দলকে জয়ী করতে পারেনি। ঋষভ পান্ট আহত হয়েও প্রথম ইনিংসে ৭৪ রান করে রান আউট হয়। দ্বিতীয় ইনিংসে পান্টকে ৯ রানে বোল্ড আউট করে এই টেস্টে বহু দিন পর ফিরে আশা জোফার আর্চার কাজের কাজ করে। ইংলিশ বোলিং আহামরি কিছু ছিলনা। কিন্তু ওকস, আর্চার, স্টোকস বোলিংয়ে ধারাবাহিকতা ছিল। লর্ডসে জো ৰূট নিজের ৩৭ম সেঞ্চুরি তুলে নিয়ে কিংবদন্তি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ঢুকে পরে। ভারতের কে এল রাহুল ক্রিকেট মক্কায়  দ্বিতীয় সেঞ্চুরি করে অনার্স বোর্ডে আবারো নাম তোলে। প্রথম ইনিংসে ৫/৭৪ বোলিং নৈপুণ্য প্রদর্শনে অনার্স বোর্ডে ঢুকে পরে ভারতের পেস গৌরব জাসপ্রিত বুমরাহ। এই টেস্ট শেষে ২১১ টেস্ট ক্যাচ নিয়ে জো ৰূট রাহুল দ্রাবিড়ের ২১০ ক্যাচের রেকর্ড পেরিয়ে যায়।

সব কথার শেষ কথা তুখোড় প্রতিদ্বন্দ্বিতার এই সিরিজে সমান ক্ষমতার দুটি দলের মল্ল যুদ্ধ এখন তুঙ্গে। দেখতে হবে বাকি দুই টেস্টে ভারত ফিরে আসতে পারে কিনা নাকি ইংল্যান্ড আরো এগিয়ে সিরিজ জিতে নেয়। বলতেই হবে টেস্ট ম্যাচ অনুরাগীরা দুই মোড়লের মল্ল যুদ্ধ চুটিয়ে উপভোগ করছে।

হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে পরাজিত দলের কিছু বলার থাকে। আমপায়ার ছিল এলিট প্যানেলের অস্ট্রেলিয়ান পল রাইফেল আর বাংলাদেশের সৈকত। কিছু ৫০:৫০ সিদ্ধান্ত ভারতের মনপুত হয়নি। বিশেষ করে পল রাইফেলের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য দেখেছি ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলের। বাংলাদেশের সৈকত কিন্তু ইতিমধ্যে দারুন প্রশংসা কুড়িয়েছে।

লর্ডস টেস্ট

ইংল্যান্ড ৩৮৭ (জো ৰূট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, অলি পপ ৪৪, বেন স্টোকস ৪৪, জাসপ্রিত বুমরা ৫/৭৪, নিতেশ কুমার রেড্ডি ২/৬২, মোহাম্মদ সিরাজ ২/৮৫) এবং ১৯২ (জো ৰূট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪/২২, জাসপ্রিত বুমরা ২/ ৩৮, মোহাম্মদ সিরাজ ২/ ৩১)

ভারত ৩৮৭ (কে এল রাহুল ১০০, ঋষভ পান্ট ৭৪, রবীন্দ্র জাদেজা ৭২, করুন নায়ার ৪০, ক্রিস ওকস ৩/৮৪, জোফরা আর্চার ২/৫২, বেন স্টোকস ৬৩) এবং ১৭০ (রবীন্দ্র জাদেজা ৬১*, কে এল রাহুল ৩৯, বেন স্টোকস ৩/৪৮, জোফরা আর্চার ৩/৫৫, ব্রাইডন কেস ২/৩০)

ইংল্যাড ২২ রানে জয়ী। ত্

সিরিজ ইংল্যান্ড ২ ভারত ১

ম্যাচের সেরা খেলোয়াড় : বেন স্টোকস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 − 7 =