টেস্ট ম্যাচটি এখন ডেভিড গোলিয়াথ যুদ্ধে পরিণত

সালেক সুফী: শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট ম্যাচটি প্রত্যাশিত একপেশে খেলায় পরিণত হয়েছে। বাংলাদেশ মশা মারতে কামান দেগেছে,  চাইলেই বাংলাদেশ সাকিব লিটনকে আইপিএলের ছাড়পত্র দিয়ে খেলার সুযোগ দিতে পারতো অন্য দুইজন বিকল্প খেলোয়াড়দের সুযোগ দিয়ে। আয়ারল্যান্ডের মতো নবীন দল কিন্তু জোস্ লিটলকে খেলার সুযোগ দিয়েছে। ৫ দিনের টেস্ট দ্বিতীয় দিন যেতেই ইনিংস পরাজয়ের মুখে অতিথি দল। আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে মুশফিক (১২৬), সাকিব (৮৭),  মিরাজ (৫৫),  লিটন (৪৩) ইনিংসের সুবাদে ৩৬৯ রান করে ১৫৫ রানে এগিয়ে থাকে। ম্যাচে অতিথি দলের একমাত্র অর্জন ডান হাতি অফস্পিনার এন্ডি ম্যাকব্রাইনের (৬/১১৮) ভালো বোলিং। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দুই বাম হাতি বিশ্বমানের স্পিনার সাকিব (২/ ০৭) আর তাইজুলের (২/১১) যুগল আক্রমণে মাত্র ২৭ রানে হারিয়েছে ৪ টি উইকেট। আজ প্রথম সেশনে বাংলাদেশ হয়তো জয় তুলে নিবে ইনিংস ব্যাবধানে।

প্রথম ইনিংসে সাকিব সময় মত বোলিং করলে বাংলাদেশ হয়তো আরো শক্তিশালী অবস্থানে থাকতো। এই টেস্ট ম্যাচে বাংলাদেশের অর্জন রোজাদার মুশফিকের স্ট্রোকেস দ্ৰুততম ১৫ চার এক ছয় সমৃদ্ধ শতরান (১২৬) এবং  নিজ মূর্তিতে সক্রিয় মারকুটে সাকিবের ৯৪ বলে ৮৭। একটু চাপের মুখে বিকেএসপির দুই বন্ধু চতুর্থ উইকেট জুটিতে ম্যাচ নির্ধারণকারী ১৫৯ রান সংগ্রহ করে। দুইজনের জুটিতে এটি ছিল টেস্ট ক্রিকেটে পঞ্চম শত রানের জুটি। কাল সকালে দ্রুত মমিনুলের উইকেট তুলে নিয়ে আয়ারল্যান্ড কিছুটা চাপে ফেলেছিলো স্বাগতিকদের। মেহেদী মিরাজের দ্রুত ৫৫ এবং একদিনের ক্রিকেটের মেজাজে খেলা লিটনের ৪৩ দলকে ১৫৫ রানে এগিয়ে থাকার রসদ উপহার দেয়। লিটন এখন দুই দিন আগেই হয়তো আইপিএল ফ্রাঞ্চাইজ কেকেআরে খেলতে যেতে পারবে।

আজ হয়তো লাঞ্চ বিরতির আগেই টেস্ট জিতে নিবে বাংলাদেশ। চতুর্থ টেস্ট খেলা আয়ারল্যান্ডকে টেস্ট ক্রিকেটে পরিণত দল হতে আরো অনেক পথ যেতে হবে। টেস্টের প্রথম দিনে তাইজুল (৫/৮৫) এবং মিরাজের (২/৪৩) ঘূর্ণি বলের মোকাবিলায় ২১৪ রানে গুটিয়ে গিয়েছিলো আয়ারল্যান্ড। দিন শেষে শান্ত এবং তামিম তাঁবুতে ফেরায় খেলায় কিছুটা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি হয়েছিল। গতকাল সকালে শুরুতেই মোমিনুল তাঁবুতে ফিরলে মনে হয়েছিল টেস্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু হতে দেয়নি সেটি বাংলাদেশ ক্রিকেটের দুই মহীরুহ মুশফিক সাকিবের তুখোড় পার্টনারশীপ। টেস্ট ক্রিকেটে নিজের ১০ম শতরানের (১২৬) ইনিংস উপহার দিয়ে মুশফিক নিন্দুকদের প্রমান দিলো ক্লাস চিরস্থায়ী। সাকিবকে অবশ্য অতিথি দল ক্রমাগত অফস্টাম্পের অনেক বাইরে বোলিং করে ফাঁদে ফেলে ৮৭ রানে ফিরিয়ে দেয়। প্রচন্ড মারমূখী বাংলাদেশ ব্যাটসম্যানদের মোকাবিলায় এন্ডি ম্যাকব্রাইনের মাথা খাটানো (৬/১১৮) অফ স্পিন বোলিংয়ের প্রশংসা করতে হয়। ১৫৫ রানে এগিয়ে বাংলাদেশ ইনিংস শেষ হয় ৩৬৯ রানে।

প্রথম ইনিংসে নিজের জানা কৌশলে বোলিং থেকে গুটিয়ে থাকা সাকিব(২/১১) দ্বিতীয় ইনিংসে তাইজুলকে (২/৭) সাথী করে যুগল স্পিন আক্রমণে আয়ারল্যান্ডকে কোনঠাসা করে ফেলে। ১৭ ওভার খেলতেই হিমশিম খাওয়া আয়ারল্যান্ড ২৭ রানে ৪ উইকেট হারিয়েছে। ইনিংস পরাজয় এড়াতেই ওদের প্রয়োজন আরো ১৩২ রান। স্বাভাবিক ধারায় খেলা হলে আজ লাঞ্চ বিরতির আগেই টেস্ট ম্যাচ শেষ হতে পারে। সাকিব, লিটনকে আইপিএল খেলতে ছাড়পত্র না দিয়ে ভুল করেছে বিসিবি।

সালেক সূফী: আন্তর্জাতিক ত্রীড়া বিশ্লেষক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − three =