ফারহান আখতারের আইকনিক সিনেমা ‘ডন ৩’ বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছবিটির প্রধান চরিত্রে রণবীর সিং এর অভিনয় করার থাকলেও তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়ান। এবার ভক্তদের জন্য রয়েছে সুখবর।
জানা গেছে, ‘ডন’ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে অ্যাকশন হিরো হৃতিক রোশনকে।
জনপ্রিয় আইকনিক সিনেমা ‘ডন’ ইউনিভার্সে হৃতিকের যুক্ত হওয়ার বিষয়টি দর্শকদের কাছে একেবারেই নতুন নয়। ‘ডন ২’ এ হৃতিকের ক্যামিও উপস্থিতি তার অসাধারণ অভিনয় এখনো আলোচিত। যেখানে একটি গুরুত্বপূর্ণ ডাকাতির দৃশ্যে শাহরুখ খানের চরিত্র উন্নত প্রযুক্তির মাধ্যমে ছদ্মবেশ হিসেবে হৃতিকের রূপ গ্রহণ করে।
ফারহান আখতার ও তার টিম সেই ঘটনাকে নতুন কাহিনির সঙ্গে যুক্ত করবেন কি না তা এখনো নিশ্চিত নয় তবে এ নিয়ে দর্শক মহলে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ফিল্মফেয়ারে এক সূত্র জানিয়েছে, রণবীরের প্রস্থানের পর হৃতিক রোশনকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে সিনেমাটির সাথে সংশ্লিষ্টরা।
তবে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। হৃতিক রোশন ছবিটিতে থাকবেন কিনা সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা আসেনি।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি। এই ফ্র্যাঞ্চাইজির এক শক্ত ঐতিহ্য আছে – ১৯৭৮ সালের মূল ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন। আর ২০০৬ ও ২০১১ সালের রিমেকে নতুন মাত্রা দেন শাহরুখ খান। তাই নির্মাতারা একজন যোগ্য তারকাকে খুজঁছিলেন যে এই ঐতিহ্যকে ধরে রাখতে পারে।
‘ডন ৩’র প্রধান চরিত্রে অভিনয়ের জন্য হৃতিক রোশনকে এখন শক্তিশালী সম্ভাবনা হিসেবে দেখছেন নির্মাতা ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা।