ডি নিরোর হাতে ‘পাম দর’ তুলে দেবেন ডিক্যাপ্রিও

কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে উৎসবের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার অনারারি ‘পাম দর’ প্রদান করা হচ্ছে—যা তার আজীবন চলচ্চিত্র অবদানের স্বীকৃতি। এই খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের। ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহর কানে শুরু হচ্ছে এই তারকাখচিত চলচ্চিত্র উৎসবের আসর। চলবে ২৪ মে পর্যন্ত।

রবার্ট ডি নিরো বিশ্বের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম। তার অভিনীত দ্য গডফাদার (পার্ট ২), র‌্যাগিং বুল, ট্যাক্সি ড্রাইভার আজও স্মরণীয়। সর্বশেষ তিনি ‘কিলারস অব দ্য ফ্রাওয়ার মুন’ ছবিতে নজর কাড়েন।

কান উৎসবে  ডি নিরোকে এই সম্মাননা তুলে দেবেন তার বহুদিনের চেনা জুনিয়র বন্ধু ও সহ-অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও। ১৯৯৩ সালে ‘দিস বয়েস লাইফ’-এ একসঙ্গে কাজ করার মাধ্যমে শুরু হয়েছিল তাদের পেশাদার সম্পর্ক। সর্বশেষ তাঁরা একসঙ্গে অভিনয় করেন ২০২৩ সালের সাড়া জাগানো বিখ্যাত ছবি ‘কিলারস অব দ্য ফ্রাওয়ার মুন’-এ, যেটি নির্মাণ করেন কিংবদন্তী মার্টিন স্করসেজি।

কান মঞ্চে ডিক্যাপ্রিও ও ডি নিরোর এই পুনর্মিলন বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

রবার্ট ডি নিরো কান উৎসব নিয়ে বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবের প্রতি আমার হৃদয়ের খুব কাছের। বিশেষ করে এই সময়ে যখন পৃথিবীতে এত কিছু আমাদের ভাগ করে নিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে তখন কান আমাদের একত্র করে—গল্পকার, নির্মাতা, দর্শক ও বন্ধুদের। এটি যেন বাড়ি ফিরে আসার মতো।’

কান উৎসব কর্তৃপক্ষ তাকে বর্ণনা করেছে ‘একজন সিনেম্যাটিক কিংবদন্তী’ হিসেবে। যার কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রাণিত করেছে। ডি নিরোর এই সংবর্ধনার পর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘লিভ ওয়ান ডে’—পরিচালক আমেলি বোনাঁ-এর একটি সংগীতধর্মী কমেডি সিনেমা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 1 =