যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বেলা ১২টার দিকে শপথ নেবেন। ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে পরাজিত হবার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। গত নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসছেন। খবর ভয়েস অব অ্যামেরিকা।
আমেরিকান গণতন্ত্রের প্রায় ২৫০ বছরের ইতিহাসে ৭৮-বছর বয়সী ট্রাম্প মাত্র দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পড় পরাজিত হয়ে চার বছর পড় আবার জয়ী হয়ে ক্ষমতায় ফিরে এসেছেন। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর পড় দ্বিতীয় মেয়াদ লাভ করেন।
বর্তমান প্রেসিডেন্ট ৮২-বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে এক মেয়াদ পরেই বিদায় নিচ্ছেন। তিনি ২০২৪ নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাওয়ার জন্য এগিয়ে থাকলেও, স্বাস্থ্যগত কারণে প্রতিযোগিতা থেকে সড়ে দাঁড়াতে বাধ্য হন।
স্থানীয় সময় সকাল ১১.৩০ নাগাদ অভিষেক অনুষ্ঠান শুরু হবে। প্রথমে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স শপথ নেবেন, শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের বিচারপতি জন কাভানা। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে শপথবাক্য পাঠ করাবেন।
শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার অভিষেক ভাষণ দেবেন, যেখানে তিনি তাঁর প্রশাসনের মূল নীতি, মূল্যবোধ এবং অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।
এর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল প্যারেড অনুষ্ঠিত হবে। সাধারণত এই প্যারেড পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত যায়। কিন্তু আবহাওয়ার কারণে এই প্যারেড হবে ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটাল ওয়ান অ্যারেনার ভেতরে।
অনুষ্ঠানের শেষে আশীর্বাদমূলক বক্তব্য দেবেন চারজন ধর্মীয় নেতা ইয়েশিভা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট র্যাবাই ড. আরি বেরম্যান; কারবালা ইসলামিক এডুকেশন সেন্টারের ইমাম হুসাম আল-হুসেইনি; ডিট্রয়েট-এর ১৮০ চার্চ-এর প্যাস্টর লরেনযো সুওেল; এবং ব্রুকলিনের রোমান ক্যাথলিক ডাইওসিস-এর রেভেরেন্ড ফাদার ফ্র্যাঙ্ক মান।
যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের কার্যালয় ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠানের জন্য প্রায় ২৫০,০০০ টিকেট ট্রাম্পের সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিদের বিতরণ করা হয়েছিল। কিন্তু, ট্রাম্পের অনুরোধে অভিষেক অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ক্যাপিটল ভবনের ভেতরে নেওয়ার ফলে মাত্র ৬০০ মত মানুষ সরাসরি ট্রাম্পকে শপথ নিতে দেখবেন।
রবিবার রাতে আর্ক্টিক অঞ্চল থেকে হিমশীতল হাওয়া ওয়াশিংটনের উপর দিয়ে বয়ে যাবে, যার ফলে তাপমাত্রা সোমবার দুপুরের মধ্যে সেন্টিগ্রেড মাইনাস ৬-এ নেমে যাবে। ঐতিহ্য অনুযায়ী ঐ সময়ই ন্যাশনাল মল প্রাঙ্গণের সামনে ক্যাপিটল ভবনের সিঁড়িতে খোলা আকাশের নিচে শপথ-পাঠ অনুষ্ঠান হয়ে থাকে।
ধারণা করা হচ্ছে, ১৯৮৫ সালে রোনাল্ড রেগানের দ্বিতীয় অভিষেক ভবনের ভেতরে স্থানান্তর করার পর এবারের অভিষেকটি ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে সব চেয়ে ঠান্ডার মধ্যে।
আবহাওয়ার কারণে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল থেকে হোয়াইট হাউস পর্যন্ত ঐতিহ্যবাহী প্যারেড বা পদযাত্রাও বাতিল করা হয়েছে। এখন বিভিন্ন ব্যান্ড পার্টি, মার্চিং দল ইত্যাদি ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটল অ্যারেনায় ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার নতুন প্রশাসনের কর্মকর্তাদের সামনে দিয়ে প্যারেড করে যাবে। এর ফলে হাজার হাজার সমর্থক এ দৃশ্য দেখতে পাবেন না।