ঢাকা চলচ্চিত্র উৎসবে বিচারক শমী কায়সার

আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উইমেন ফিল্মমেকার্স সেকশনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও বর্তমানে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক শমী কায়সার। আগামী বছর অনুষ্ঠেয় এই উৎসবে শমী কায়সার ছাড়াও উইমেন ফিল্মমেকার্স সেকশনে বিচারক হিসেবে থাকবেন লস অ্যাঞ্জেলেস-ভিত্তিক চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী ক্যাটরিনা ক্রামোভা, মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক লরা আইমন, শ্রীলঙ্কার সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক অনুরাধা কোডাগোদা এবং পর্তুগালের প্রামাণ্যচিত্রকার ও আলোকচিত্রী ফিলিপা কারডোসো। উৎসবে প্রদর্শিত উইমেন ফিল্মমেকার্স সেকশনে নারীদের নির্মিত পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র রয়েছে। বিচারকরা এই বিভাগ থেকে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র ও শ্রেষ্ঠ কাহিনিচিত্র নির্বাচিত করবেন। এ ছাড়া সেরা নারী নির্মাতাও নির্বাচন করবেন তারা। বিজয়ীরা একটি সনদপত্র ও একটি ক্রেস্ট পাবেন। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি, শেষ হবে ২৮ জানুয়ারি। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াইশটি চলচ্চিত্র। ২০২৪ সালের এই উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উৎসব চলাকালে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে আলিয়ঁস ফ্রসেইজ, বাংলাদেশে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − seven =