কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনার মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে ঢাকার আদালত। এর মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালত ৩৭ জনের এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ জনের জামিন মঞ্জুর করেছে।
শুক্রবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত জামিনের আদেশের পরই জেলগেট থেকে শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ-মিছিল-অবরোধরাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ-মিছিল-অবরোধ
এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটকদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটক যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে।