তাহসান-তিশার ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ আসছে

আগামী ৪ জুন রাত ৮টায় আরটিভি প্লাসে আসছে বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর ব্যানারে সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর গল্প ও পরিচালনায় ‘মানি মেশিন’ এর শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান।অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ।

‘বেচতে জানলে টাকাও বেচা যায়!’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত আরটিভি প্লাস এর ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ এর।

ওয়েবফিল্ম মানি মেশিন এর প্রযোজক ও আরটিভি’র প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- মানি মেশিন অত্যন্ত সুন্দর একটি ওয়েবফিল্ম হিসেবে দর্শকরা গ্রহণ করবে বলে আমি মনে করি, কারণ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কাজটি খুব যত্ম নিয়ে করেছেন। তাহসান ও তিশাসহ অভিনয়শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করেছেন।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − twelve =