তাহসানের নতুন গান ‘যত ভুল’

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘদিন পর নতুন গান নিয়ে হাজির হলেন। ২১ মে প্রকাশ পেয়েছে তাহসানের নতুন গান ‘যত ভুল’। গায়ক নিজেই ফেসবুক পেজে গানটির লিংক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গান… বেঁচে থাকুক কিছু গান।’ তাহসানের কথা থেকেই বোঝা যাচ্ছে গানটি তিনি ভালোবাসা নিয়েই গেয়েছেন। এরই মধ্যে ভক্তরাও গানটির প্রতি নিজেদের ভালোলাগার কথা জানাচ্ছেন।

গানটি ব্যবহৃত হয়েছে মূলত প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ ভার্সেস ক্রাস ২’ শিরোনামের নাটকে। যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরী। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন পিরান খান।

তাহসানের শেয়ার করা গানটির কমেন্ট বক্সে পিরান লিখেছেন, ‘গানটা যখন ২০২০ সালে লিখছিলাম তখন মনের মাঝে একটা স্বপ্ন ছিল গানটা আপনার গলায় খুব ভালো মানাবে ভাইয়া। আজকে ২ বছর পর হলেও স্বপ্ন সত্যি হলো। আশা করি সবার গানটি ভালো লাগবে এবং সবাই আপন করে নেবেন।’

নাটকে ব্যবহার ছাড়াও ‘যত ভুল’ গানটি আলাদাভাবে প্রকাশ করা হয়েছে ইউটিউবে ‘সিডি চয়েস’ চ্যানেলে। প্রযোজনা করেছেন জহিরুল ইসলাম সোহেল। গানটি নিয়ে তিনিও দারুণ আশাবাদী।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × three =