তিন নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে জোভান ও কেয়া পায়েল

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক মাস হয়ে গেলেও এখনো পুরোপুরি স্বস্তি ফেরেনি দেশের শোবিজ অঙ্গনে। এখনো অনেক নির্মাতা ও অভিনয়শিল্পী শুরু করেননি শুটিং। অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেকেই দেশের বাইরে নাটকের শুটিং করছেন। গত মাসে বেশ কয়েকজন নির্মাতা ও অভিনয়শিল্পী শুটিং করে এসেছেন থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ায়। এবার নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে গেলেন ছোট পর্দার দুই নিয়মিত শিল্পী ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

গতকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন জোভান ও কেয়া। সেখানে তিনটি নাটকের শুটিং করবেন তাঁরা। নাটকগুলো পরিচালনা করছেন ওসমান মিরাজ। ‘মেঘে ঢাকা ভালোবাসা’, ‘তবুও ভালোবাসি’ নাটক দুটি লিখেছেন মশিউর রহমান এবং ‘ভালোবাসায় ফেরা’ নামের নাটকটি লিখেছেন অনামিকা মণ্ডল। নির্মাতা জানান, নাটকগুলো নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে। তাই প্রেমের গল্পেই বানানো হচ্ছে নাটক তিনটি। ওসমান মিরাজ বলেন, ‘এর আগে যুক্তরাষ্ট্রে ছয়টি নাটকের শুটিং করেছিলাম। এবার তিনটি নাটকের শুটিং করব। দর্শককে নতুনত্ব উপহার দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, বাফেলো, নায়াগ্রা, পেনসিলভানিয়ায় শুটিং করব। গল্প ও লোকেশনের বৈচিত্র্য দর্শকদের ভালো লাগবে আশা করি।’ নাটকগুলো নির্মিত হচ্ছে এইচ এম এন্টারটেইনমেন্টের ব্যানারে। শুটিং শেষে ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা আছে নির্মাতা ও অভিনয়শিল্পীদের। টেলিভিশনে প্রচারের পর ইউটিউবে নাটক তিনটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twelve − 6 =