তৌকীর আহমেদের ‘তীর্থযাত্রী’ ঢাকার মঞ্চে আসছে

অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ দীর্ঘ বিরতির পর গত মার্চে মঞ্চের জন্য নাটক নির্দেশনা দিয়েছেন। ‘তীর্থযাত্রী’ নামের এই নাটকটি গত ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে উদ্বোধনী প্রদর্শনী হয়।

হুমায়ূন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ গ্রন্থ অবলম্বনে এটি সাজানো হয়েছে। এবার নাটকটি নিউ ইয়র্ক থেকে এবার উঠছে ঢাকার মঞ্চে।তৌকীর আহমেদ জানান, আগামী ২, ৩ ও ৪ আগস্ট শিল্পকলা একাডেমীর মূল মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। সে লক্ষ্যে চলছে মহড়া। নির্মাতা বলেন, ‘৮ জুন থেকে ঢাকায় নাটকটির মহড়া শুরু করি। ৯ দিনের সফল ক্যাম্প ও ওয়ার্কশপসহ মহড়া শেষে মঞ্চে আনার সার্বিক প্রস্তুতি চলছে এখনও।’

‘তীর্থযাত্রী’র গল্প প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘এতে দেখা যাবে ভিন্ন তিনজন মানুষ অবতীর্ণ হয় একই যাত্রায়, তাদের লক্ষ্য জীবনের মানে খুঁজে পাওয়া। মাঠ, প্রান্তর, পাহাড়, নদী পেরিয়ে তারা হেটে চলে তারা। নতুন মানুষ, নতুন স্থান, নতুন রীতি তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির স্তরে উন্নীত করে। চলতি পথে তাদের তর্কও এগিয়ে চলে জীবন-মৃত্যু, জয়-পরাজয়, ভালো-মন্দ, জ্ঞান-গর্ব, স্বাধীনতা-অধিকার, শান্তি-সংঘাত ঘিরে। কিন্তু শেষ হয় না তাদের পথচলা। তাদের এই পথচলা যেন আমাদেরই জীবন জিজ্ঞাসা- আমর সবাই যেন সেই তীর্থযাত্রী।’

এটি নাট্যকেন্দ্রের ১৬তম প্রযোজনা। তৌকীর আহমেদ দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। ‘তীর্থযাত্রী’র আগে মঞ্চের জন্য ‘হয়বদন’, ‘প্রতিসরণ’ ও ‘ইচ্ছামৃত্যু’ নাটকের নির্দেশনা দিয়েছেন এই নাট্যজন।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − 1 =