তৌহিদ-কনার ঈদের গান ‘রোদ্দুরে’

দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। তার বহু গান শ্রোতাদের মন জয় করেছে। অডিও কিংবা চলচ্চিত্র সবখানে কনার গানের জয়জয়কার। বিশেষ করে সিনেমায় গেল কয়েক বছর ধরে তিনি গান গাইছেন।

কনা ঈদে নতুন গান নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘রোদ্দুরে’। তার সঙ্গে গানটিতে যৌথ কণ্ঠ দিয়েছেন তৌহিদ। এটি তৌহিদের গাওয়া দ্বিতীয় গান। সোমেশ্বর অলির গীতিকবিতায় গানটিতে সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানের মিক্স মাস্টারিংয়ে ছিলেন আশিক মাহমুদ।

আজ ২০ এপ্রিল সন্ধ্যা ৭টায় টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘রোদ্দুরে’ গানটি প্রকাশ হবে।

কনা বলেন, ‘চমৎকার মিষ্টি কথায় সাজানো, অসাধারণ সুর ও সংগীত আয়োজনে আমার এবং তৌহিদ ভাইয়ের কণ্ঠে এই গানটি আশা করছি সবার মন ছুঁয়ে যাবে।’

গানচিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এর সুর ও সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + 13 =