থিয়েটারের নতুন নাটক ‘পোহালে শর্বরী’

মঞ্চে থিয়েটারের নাটক নিয়মিত মঞ্চস্থ হলেও নতুন নাটক আসছে ৭ বছর পর। নতুন এ প্রযোজনার নাম ‘পোহালে শর্বরী’। এটি থিয়েটারের ৪৭তম প্রযোজনা। সুরেন্দ্র বর্মা নাটকটি অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। এটি নির্দেশনা দিচ্ছেন রামেন্দু মজুমদার। ২০০৩ সালে শেষ নাটক নির্দেশনা দিয়েছিলেন তিনি। সহকারী নির্দেশক হিসেবে আছেন ত্রপা মজুমদার। নাটকটি মঞ্চস্থ হবে ১ ও ২ জুলাই, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়, ৫টা ৩০ ও ৭টা ৩০ মিনিটে। এখন চলছে নাটকের মহড়া।

ত্রপা মজুমদার বলেন, ‘আমরা এবার নতুন একটা কাজ করতে যাচ্ছি। সেটা হলো, নাটকে এক চারিতে দুজন করে অভিনয় করছি। অর্থাৎ প্রথম শো-তে যারা অভিনয় করবেন, দ্বিতীয় শো-তে তারা থাকবেন না। দ্বিতীয় শো-তে থাকবেন অন্য অভিনয়শিল্পীরা।’ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ত্রপা বলেন, ‘নির্দেশকের (রামেন্দু মজুমদার) মতে, এতে করে অনেক অভিনয়শিল্পী একটি প্রোডাকশনের কাজ করার সুযোগ পাবে। আর, কোনো একজন শিল্পী না থাকলে মঞ্চায়নের সমস্যা হবে না।’

নাটকের নির্দেশক রামেন্দু মজুমদার লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা যখন নতুন নাটকের জন্যে পাণ্ডুলিপির খোঁজ করছিলাম, তখন সুরেন্দ্র বর্মার এ নাটকটির সন্ধান দেন খ্যাতিমান সমালোচক প্রীতিভাজন অংশুমান ভৌমিক। বিষয়বস্তুর কথা জেনে উৎসাহিত হই, কারণ সমাজে নারীর অবস্থান আমরা আমাদের একাধিক নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।

‘মহাভারতের যুগের মাধবী থেকে আমাদের কালের কোকিলারা কেবল পুরুষের প্রয়োজনেই ব্যবহৃত হয়েছে। তেমনি দেড়-দুই হাজার বছরের আশপাশে এক কালখণ্ডে রাজবংশের উত্তরাধিকারের সংকটে নারীকে তার কামনা-বাসনার কোনো মূল্য না দিয়ে নিছক সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে বিবেচনা করার এক কাহিনি বিধৃত হয়েছে এ নাটকে।’

নাটকটির কাজ দুই বছরের বেশি সময় আগে শুরু হয়েছিল বলে জানান নির্দেশক। করোনা মহামারির কারণে প্রস্তুতি থেমে যায়। রামেন্দু মজুমদার বলেন, ‘নির্দেশনার সিংহভাগ কাজ করেছেন ত্রপা মজুমদার। তরুণ প্রজন্মই থিয়েটারকে এগিয়ে নিতে পারে- এ আমাদের দৃঢ় বিশ্বাস।’

সামাজিক বিধিবিধান, ব্যক্তিমানস বিশেষ করে নারীর চাওয়া-পাওয়াকে মর্যাদা দিতে এখনও উদাসীন। পোহালে শর্বরী যদি দর্শকদের এ বিষয়ে কিছুটা হলেও ভাবায়, তবেই এ প্রচেষ্টা অর্থবহ বলে জানান রামেন্দু মজুমদার। এর পাশাপাশি নাটকে ধর্মের অনুশাসন ও রাজনীতির কূটকৌশলের কারণে পুরুষের শিকার হওয়ার বিষয়ও রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + 11 =