দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারলো স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ১০৬ রানের টার্গেট ২২ ওভারেই স্পর্শ করে ফেলে প্রোটিয়ারা। খবর বাসস
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ম্যাচের চতুর্থ দিন ৩০৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
মেহেদি হাসান মিরাজ ১০টি চার ও ১টি ছক্কায় ১৯১ বলে সর্বোচ্চ ৯৭ রান করেন। এছাড়া জাকের আলি ৫৮, মাহমুদুল হাসান জয় ৪০ ও মুশফিকুর রহিম ৩৩ রানে আউট হন।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৪৬ রানে ৬ উইকেট নেন।
১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের স্বাদ নেয় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ৪১, অধিনায়ক আইডেন মার্করাম ২০ ও ডেভিড বেডিংহাম ১২ রানে আউট হন।
ট্রিস্টান স্টাবস ৩০ ও রায়ান রিকেলটন ১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৪৩ রানে ৩ উইকেট নেন।
আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।