সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আই গত দশ বছর ধরে আয়োজন করে আসছে বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব চলবে ১লা ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। এবার দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব-২৩’। উৎসবের এবারের পৃষ্ঠপোষকতা করেছে ঐক্যডটকমডটবিডি। এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন প্রমুখ। এ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে ২৯শে জানুয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে উৎসবের নানা তথ্য তুলে ধরেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সেলিনা আজাদ এবং ঐক্যডটকমডটবিডি’র চেয়ারম্যান সায়েরা রেজা। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।