দিলশাদ নাহার কনার জন্মদিন আজ

সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনার জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৫ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। নিজের প্রথম একক অ্যালবাম ‘জ্যামিতিক ভালোবাসা’র টাইটেল গান দিয়ে আলোচনায় আসেন। একে একে জনপ্রিয়তার শীর্ষে আসেন। জনপ্রিয় এই শিল্পীর জন্মদিনে কালচারাল ইয়ার্ড পরিবার শুভেচ্ছা জানিয়েছে।

কনা মিরপুরের টাইনি টটস স্কুল, ঢাকার মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজে পড়াশোনা করেছেন। ২০০০ সালে কনা গানের জগতে পা রাখেন। ২০০৬ সালে তার প্রথম এলবাম ‘জ্যামিতিক ভালোবাসা’ মুক্তি পায়। তার দ্বিতীয় একক এলবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে। তার তৃতীয় একক এলবাম ‘সিম্পলি কনা’ বের হয় ২০১১ সালে। ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার মাধ্যমে শুরু। এরপর প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি।

‘আভি তো লামহে’ শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কনা। বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিংগেল করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, জ্যামিতিক ভালোবাসা, কেঁদে কেটে যায়, কৃষ্ণচূড়া হাতে, অস্পৃশ্য, প্রশ্ন, তুমি আসো নাই, কনা, ভ্রান্তি, অবুঝ প্রশ্ন, ধিমতানাসহ অসংখ্য।

তিনি অনেক চলচ্চিত্রে প্লেব্যাক করেন।  আমার আছে জল’র চল ভিজি বৃষ্টিতে, লাল টিপ সিনেমার যদি স্বপনে থাকি মগ্ন, ছুঁয়ে দিলে মন সিনেমার শুন্য থেকে আসে প্রেমসহ বেশ কয়েকটি সিনেমায় গানে কন্ঠ দেন তিনি।

২০০৮ সালে বাচসাস পুরস্কার, ২০১২ সালে বাবিসাস পুরস্কার, ২০১১ ও ২০১৬ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার পান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − thirteen =