দুর্ঘটনায় আহত সালমান শাহ’র মা নীলা চৌধুরী

ঢালিউডের অমর নায়ক সালমান শাহের মা নীলা চৌধুরী গুরুতর আহত হয়েছেন। লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে তিনি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে নিশ্চিত করেছেন সালমান শাহর ছোট মামা আলমগীর কুমকুম।

তিনি বলেন, ‘তিন দিন আগে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে তার (নীলা চৌধুরী) বাম হাত ভেঙেছে। এর পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সার্জারিও করেছে। চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন। হাত ভাঙা ছাড়াও বয়সজনিত কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল তিনি। এখন তিনি বিশ্রামে রয়েছেন।’

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। লন্ডনে নীলা চৌধুরী ছাড়াও তার আরেক ছেলে রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + 6 =