দূষিত বায়ুর নগরের তালিকায় ঢাকা পঞ্চম

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ মার্চ) দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। বৃহস্পতিবারে তুলনায় আজ ঢাকার বায়ুর মান খারাপ ।

 

আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকা ১৬০ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। গতকাল বৃহস্পতিবার ১৩৭ স্কোর নিয়ে নাজধানীর অবস্থান ছিল নবম। স্কোর অনুযায়ী আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।

 

অন্যদিকে ২০৩ স্কোর নিয়ে আজ খারাপ বায়ুর তালিকার শীর্ষে উঠেছে দিল্লি। শুক্রবার সকাল সাড়ে ৮টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

 

তালিকায় দেখা গেছে, দিল্লির পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে বাগদাদের ইরাক, থাইল্যান্ডের চিয়াংমাই ও পাকিস্তানের লাহোর। এরপর রয়েছে ঢাকা। আজ ঢাকার চাইতে ভালো বায়ু রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা ও ভিয়েতনামের হ্যানয়ে।

 

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০২টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

 

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

 

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × four =