দেশে ইনসেপটা’র ভ্যাকসিনের উৎপাদনের সার্বিক সক্ষমতা রয়েছে: ভ্যাকসিন বিজ্ঞানী গিলবার্ট

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রকল্পের প্রধান ও বিশ্বখ্যাত ভ্যাকসিন বিজ্ঞানী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট বলেছেন, বাংলাদেশে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। আজ ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের তেজগাঁওস্থ  প্রধান অফিস পরিদর্শনকালে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে ভ্যাকসিনের সহজলভ্যতা ও  উৎপাদনের সার্বিক সক্ষমতা বিষয়ে আলোচনাকালে এই তথ্য জানান তিনি।

তিনি আরো বলেন, ভ্যাকসিন উৎপাদনে আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক এবং কিভাবে আধুনিক প্রযুক্তিগুলো ইনসেপটা আয়ত্ব করতে পারে সে ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে। এসময় সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য ইনসেপটায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণের আহবান জানালে প্রফেসর গিলবার্ট এতে সহমত পোষণ করেন।

উল্লেখ্য,অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিনের ভ্যাকসিন বিজ্ঞানের অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট কোভিড-১৯-এর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা  ভ্যাকসিন উদ্ভাবনে যুক্ত বিজ্ঞানী দলের অন্যতম একজন। ২০২১ সালে গিলবার্ট অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরিতে তার অবদানের জন্য অ্যালবার্ট পদক এবং রাজকীয় সম্মান ডেমহুড দ্বারা ভূষিত হয়েছেন। নতুন টিকা উদ্ভাবন ও উৎকর্ষে তিনি ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 8 =