দেশের মাটিতেই শেষ শয্যা আবদুল গাফ্‌ফার চৌধুরীর

দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবেন বরেণ্য সাংবাদিক আবদুল গাফ্‌ফার চৌধুরী। চিরঘুমের গন্তব্যে পাড়ি দেওয়া আবদুল গাফ্‌ফার চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশে দাফন করা হবে।

আবদুল গাফ্‌ফার চৌধুরীর ঘনিষ্ঠজন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান জানান, আবদুল গাফ্‌ফার চৌধুরী জীবিত অবস্থায় আমাদের বলে গেছেন, তিনি মারা যাওয়ার পর বাংলাদেশে তার স্ত্রীর কবরের পাশে যেন তাকে দাফন করা হয়। এখন উনার শেষ ইচ্ছা অনুযায়ী এবং তার সন্তানদের মতামতের ভিত্তিতে বাংলাদেশেই তাকে দাফন হবে।

জামাল আহমেদ খান বলেন, ‘লন্ডনে জানাজা শেষে উনার মেয়েসহ পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে যাবেন।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, ‘বৃহস্পতিবার (১৯ মে) ডেথ সার্টিফিকেটসহ হাসপাতাল ও ফিউনারেল সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা শেষ হলে শুক্রবার (২০ মে) জুমার নামাজের পর, অথবা বাদ আছর ব্রিকলেন মসজিদে গাফ্‌ফার চৌধুরীর জানাজা হবে।’

বুধবার (১৮ মে) রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান গাফ্‌ফার চৌধুরী।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − ten =