দ্বিতীয় দিন শেষে শ্রীলংকা সুবিধাজনক অবস্থানে

সালেক সুফী

সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিংবান্ধব উইকেটে প্রথম দুদিনে শ্রীলংকা বাংলাদেশ ডাচ বাংলাদেশ ব্যাঙ্ক টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১৩+১২=২৫ উইকেটের পতন ঘটেছে। দুই দিনের ৬ সেশনের দুইটি (প্রথম দিনের প্রথম সেশন এবং দ্বিতীয় দিনের শেষ সেশন ) বাংলাদেশ  জিতেছে। বাকি চার সেশন সফরকারী দলের  অনুকূলে থাকায় দ্বিতীয় দিনশেষে ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে আছে শ্রীলংকা। কাল যদি শ্রীলংকা লিড ২৫০ পেরিয়ে যায় বাংলাদেশের জন্য কঠিন উইকেটে পরাজয় এড়ানো দুরূহ হয়ে পড়বে।

প্রথম দিনশেষে শ্রীলংকার ২৮০ রানের জবাবে ৩২ রান করতে ৩ উইকেট হারিয়ে ধুকছিল স্বাগতিক দল। দ্বিতীয় দিনে শ্রীলংকার আগ্রাসী বোলিংয়ের সামনে নৈশ প্রহরী তাইজুল ইসলাম ৪৭ ছাড়া বাংলাদেশের মধ্যম সারির ব্যাটিং ছিল ছন্নছাড়া।  সৌভাগ্য লেজের দিকের ব্যাটসম্যান খালেদ, শরিফুল প্রতি আক্রমণ করে দলের স্কোর ১৮৮ পৌঁছে দেয়। লিটন (২৫), শাহাদাত দিপু (১৮) উইকেটে স্থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি।

নৈশ প্রহরী হিসেবে ব্যাটিং করতে এসে তাইজুল যে দৃঢ়তা প্রদর্শন করে তার কিছুটা মূল ব্যাটসম্যানদের অন্তত এখন দেখাতে পারলে বাংলাদেশের ইনিংস দুইশো পেরিয়ে যেত। শ্রীলংকা দলের আগ্রাসী বোলিংয়ের মোকাবিলায় ৮০ বল খেলে তাইজুল সর্বোচ্চ ৪৭ রান করে। একপর্যায়ে ১৪৭ রানে ৮ উইকেট পড়ে যাবার পর খালেদ, শরিফুল জুটি প্রতি আক্রমণ করে ৯ম উইকেটে ৪০ রান জুড়ে দিলে ব্যাবধান কমে যায়। ১৮৮ রানে সাঙ্গ হয় বাংলাদেশ ইনিংস।

উইকেট অনুযায়ী চমৎকার বোলিং করে ফের্নান্দো (৪/৪৮), লাহিরু (৩/৩১) এবং রাজিথা (৩/৫৬)। শ্রীলংকা দ্বিতীয় ইনিংসে আবারো বাংলাদেশ বোলারদের তুখোড় আক্রমণের মুখে পড়ে।  শেষ সেশনে লড়াই করে শ্রীলংকা ১১৯/৫ পৌঁছেছে। প্রথম ইনিংসে ৯২ রানে এগিয়ে থাকার সুবাদে সফরকারী দল ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে আছে।  উইকেটে আছে প্রথম ইনিংসে শতরান করা দলনায়ক ধনঞ্জয়া ডি সিলভা (২৩)।

এখনো ব্যাটিং করতে আসেনি প্রথম ইনিংসের ওপর সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস। এই টেস্টে অভিষিক্ত ফাস্ট বোলার নাহিদ রানা ৪২ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়ে নিজের জাত আবারো চিনিয়েছে। মেহেদী মিরাজ এবং তাইজুল একটি করে উইকেট নিয়েছে। শ্রীলংকান ইনিংসে করুনারত্নে ৫২ রান করার পর শরিফুল ওকে ফিরিয়ে দিয়েছে।

ম্যাচ এবং উইকেট পরিস্থিতি বিবেচনায় শ্রীলংকা এগিয়ে থাকলেও বাংলাদেশের সম্ভাবনা একে বরে শেষ হয়ে যায়নি। কাল সকালের সেশনে দ্রুত উইকেট তুলে শ্রীলংকার লিড ২৫০ সীমিত করা গেলে জয়ের সম্ভাবনা থাকবে বাংলাদেশের। কিন্তু কাজটি আদৌ সহজ হবে না।

বাংলাদেশের টপ অর্ডারকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। প্রথম ইনিংসে ব্যাটিং ছিল মেরুদন্ডহীন। তাইজুল ছাড়া কেউ নিজের উইকেটকে মূল্য দিতে পারেনি। তবে স্বল্প অভিজ্ঞতার বিচারে তরুণ দলটির মধ্যে বোলিং ফিল্ডিং হাল না ছাড়ার মনোভাব দেখে ভালো লাগছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 3 =