নওরিন হাসান খান জেনির জন্মদিন আজ

মাত্র আড়াই বছর বয়সেই শোবিজে যাত্রা তার। শিশুশিল্পী হিসেবে ‘তিব্বত ৫৭০’ সাবানের বিজ্ঞাপনের মডেল হিসেবে প্রথম কাজ করেন। প্রথম বিজ্ঞাপনেই ভালো সাড়া পান। যার কারণে টানা বেশকিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাকে। এরপর লম্বা সময় বিরতি নিয়ে তিনি ফিরেন ২০০৪ সালে লিভার ব্রাদার্স লিমিটেড (বর্তমানে ইউনিলিভার) এর একটি বিজ্ঞাপন দিয়ে। একই বছরে ‘পন্ডস ফেইস ওয়াশ’ এর বিজ্ঞাপনে তাহসান খানের বিপরীতে মডেল হন তিনি। সেই দুটি বিজ্ঞাপনেই পরিচিতি পেতে শুরু করেন। বলছিলাম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নওরিন হাসান খান জেনি’র কথা। ‘রমিজের আয়না’ নাটক দিয়ে ২০০৬ সালে অভিনয়ে যাত্রা শুরু করে এখন পর্যন্ত উপহার দিয়ে বহু দর্শকপ্রিয় নাটক ও টেলিছবি। চিনিগুড়া প্রেম, উড়োজাহাজ, গল্পটা চাইলেই বদলে দেয়া যেতো নাটক দিয়ে দর্শকদের কাছে নিজেকে নন্দিত করে তুলেছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 11 =