নক আউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া

পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ মুহূর্তের গোলে শুক্রবার দক্ষিণ কোরিয়ার জয় নিশ্চিত হয়। এই জয়ের পর আবেগ ধরে রাখতে পারেননি দক্ষিণ কোরিয়া ফুটবলের নায়ক সন হেয়াং-মিন।

কাতার বিশ্বকাপ থেকে যখন প্রায় বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল কোরিয়াননা তখনই হুয়াং হি-চানের ৯১ মিনিটে গোলে ঐতিহাসিক জয় নিশ্চিত হয় এশিয়ান জায়ান্টদের। এই জয়ে পর্তুগালের পর গ্রুপ-এইচ’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যায় দক্ষিণ কোরিয়া। যদিও এই জয়ের পর বেশ কিছুক্ষণ কোরিয়ানদের উরগুয়ে বনাম ঘানার মধ্যকার গ্রুপের আরেক ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। উরুগুয়ে ২-০ গোলে জয়ী হয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত বিদায় নেয়, আর এতেই দক্ষিণ কোরিয়ান পথ সুগম হয়।

টটেনহ্যাম স্ট্রাইকার সন আরো একবার নিজের সেরাটা দিয়ে দলকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। কাতারে এখনো তিনি গোল করতে না পারলেও কাল হুয়াংয়ের গোলের যোগানদাতা ছিলেন তিনিই। শেষ দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছির দক্ষিণ কোরিয়া।

শেষ পর্যন্ত সনের ভাগ্যে সেই নক আউট পর্বের টিকিট জুটলো। তাই নিজের আবেগকে আর ধরে রাখতে পারেননি এই তারকা স্ট্রাইকার। ম্যাচ শেষে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করি এই কান্না আনন্দের। আমরা এই মুহূর্তটির জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। আমাদের নিজেদের ওপর আস্থা ছিল, আমরা জানতাম একদিন সবাই মিলে এই লক্ষ্য ঠিকই অর্জন করতে পারবো। আমি যখন নিজের সেরাটা দিতে পারছিলাম না তখন হতাশা কাজ করছিল। সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে সহযোগিতা করার জন্য সতীর্থদের তাছে কৃতজ্ঞ। আমি সত্যিই তাদের জন্য গর্বিত।’

এনিয়ে তৃতীয়বারের মত বিশ্বকাপে নক আউট পর্বে খেলতে পারছে দক্ষিণ কোরিয়া। পরের রাউন্ডে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। সন বলেন, ‘শেষ ষোলতে যাওয়া আমাদের প্রথম লক্ষ্য ছিল। এখন সেই লক্ষ্য আরো অনেক দূর পর্যন্ত বিস্তারিত হয়েছে। নিজেদের সেরাটা দিয়েই আমরা তা অর্জন করতে চাই। বিশ্ব ফুটবলে অনেক কিছুই সম্ভব, বিশেষ করে এখন আমাদের সামনে ব্রাজিলকে হারানোর সুযোগ রয়েছে। এজন্য আমরা যা করার প্রয়োজন সবই করবো।’

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + seventeen =