নজরুল জয়ন্তীতে কোথায় কী আয়োজন

জাতীয়ভাবে এবার মূল আয়োজন হবে কবির স্মৃতিময় ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী রয়েছে নানা সাংস্কৃতিক আয়োজন। জাতীয়ভাবে এবার মূল আয়োজনটি হবে কবির স্মৃতিময় ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে।

একঝলকে দেখে নেওয়া যাক নজরুল জয়ন্তীতে এবার কোথায় কী আয়োজন থাকছে?

ত্রিশালে মূল আয়োজন

ত্রিশালের দরিরামপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মবার্ষিকী উদযাপিত হবে।

তিন দিনব্যাপী (২৫ থেকে ২৭ মে) অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী।

এছাড়াও ঢাকাসহ জাতীয় কবির স্মৃতি বিজড়িত কুমিল্লার দৌলতপুরসহ বিভিন্ন স্থানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ অন্যান্য অনুষ্ঠানমালা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।

ছায়ানটে দুই দিনের উৎসব

সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানটে বৃহস্পতি ও শুক্রবার ১১ ও ১২ জ্যৈষ্ঠ ১৪৩০ (২৫ ও ২৬ মে ২০২৩) অনুষ্ঠিত হবে ‘নজরুল উৎসব’। রাজধানীর শংকরের ছায়ানট মিলনায়তনে প্রথম দিন বৃহস্পতিবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়; দ্বিতীয় দিন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়। দুই দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। ছায়ানট মিলনায়তনে আয়োজিত এই উৎসব সকলের জন্য উন্মুক্ত। একই সাথে অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পাতায় দেখা যাবে।

বাংলা একাডেমি

একক বক্তৃতা, নজরুল পুরস্কার প্রদানসহ নানা আয়োজনে বাংলা একাডেমি নজরুল জয়ন্তী উদযাপন করছে। বুধবার বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩ গ্রহণ করেন সংগীতশিল্পী শাহীন সামাদ। ‘অগ্নিবীণার শতবর্ষ : বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ’ এই প্রতিপাদ্যে নজরুল বিষয়ক একক বক্তৃতা প্রদান করেন কবি নজরুল ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

বৃহস্পতিবার বাংলা একাডেমির পক্ষ থেকে সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া বাংলা একাডেমির নজরুল মঞ্চে স্থাপিত নজরুল প্রতিকৃতিতেও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা শোভাযাত্রা করে কবির সমাধিতে ফুল দেবেন। পরে উপাচাযের্র সভাপতিত্বে কবি’র সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

শিল্পকলা একাডেমি

নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবির সমাধিতে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, সকাল ৭.৩০ টায়। পরে সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠান। এতে নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজন থাকবে।

নজরুলজয়ন্তীতে গানে-নাটকে টিভি আয়োজন

নজরুলের লেখা গল্প, কবিতা ও গানে দিনব্যাপী অনুষ্ঠান হবে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে সাজানো হয়েছে দেশের বিভিন্ন টেলিভিশন স্টেশনের অনুষ্ঠান সূচি। প্রতি বছরের মত এবারও নাটক, সিনেমা, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার হবে বিভিন্ন টেলিভিশনে।

বিটিভি

নজরুলজয়ন্তীতে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান ‘আমারে দেবো না ভুলিতে’। এ অনুষ্ঠানে কবিকে সামগ্রিকভাবে তুলে ধরা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিভি। অধ্যাপক মুন্সী আবু সাইফের উপস্থাপনায় ইয়াসমিন মুসতারী, সালাউদ্দিন আহমেদ, শেলু বড়ুয়া, ছন্দা চক্রবর্ত্তী ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে অনুষ্ঠানে। মনিরুল হাসান প্রযোজিত অনুষ্ঠানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে প্রচার করা হবে। এছাড়া বিশেষ আবৃত্তির অনুষ্ঠান ‘ও ভোরের পাখি’ দেখানো হবে সকাল সাড়ে ৯টায়। ঈমাম হোসাইন প্রযোজিত এ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তামান্ন তিথি। আবৃত্তিতে থাকছেন আশরাফুল আলম, মীর বরকত, রফিকুল ইসলাম, পলি পারভিন, শাকিলা মতিন মৃদুলা, মাসকুর-এ সাত্তার কল্লোল, আসলাম শিশির, সংগীতা  চৌধুরী, আহসান উল্লাহ তমাল। আরও প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘দোলনচাঁপা’ ও ‘সন্ধ্যামালতী’। রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘বনের পাপিয়া’ (পুনঃপ্রচার)।

দুরন্ত টিভি

নজরুলের জন্মদিনে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’ প্রচারিত হবে দুরন্ত টেলিভিশনে। অমিত চৌধুরীর পরিচালনায় নৃত্য সংগঠন ‘সাধনা’র রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী, মধুরিমা রয় নৃত্য পরিবেশন করবেন। দ্রোহ, প্রেম ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান ও কবিতাকে একসঙ্গে বিন্যস্ত করেছেন নৃত্য-পরিচালক অমিত চৌধুরী। কবির জনপ্রিয় ও বিখ্যাত কিছু রচনা এতে ব্যবহার করা হয়েছে। পার্থ প্রতিম হালদার পরিচালিত নৃত্যানুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার সকাল ৮টায়।

চ্যানেল আই

নজরুল জয়ন্তীতে দিনব্যাপী আয়োজনের মধ্যে সকাল ১১টা ৫ মিনিটে চিত্রগ্রাহক ও নির্মাতা রফিকুল বারী চৌধুরী নির্মিত গানের বিশেষ অনুষ্ঠান ‘লেটো গানের আসর’ প্রচারিত হবে চ্যানেল আইয়ে। এতে সাদিয়া আফরিন মল্লিক, শাহীন সামাদ ও খিলখিল কাজী অংশ নিয়েছেন। বিকাল ৩টা ৫ মিনিটে রয়েছে নজরুলের গল্প অবলম্বণে নির্মিত চলচ্চিত্র ‘প্রিয়া তুমি সুখী হও’। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, সেরা নাচিয়ে শায়লা সাবি, ফেরদৌস। রাত ১০টায় প্রচার হবে ফেরদৌস আরার পরিবেশনায় একক সঙ্গানুষ্ঠান ‘মোর প্রিয়া হবে’। রাত সাড়ে ১১টায় ‘প্রকৃতির আলপনা’ প্রচারিত হবে। দুপুর দেড়টায় থাকছে ‘চলচ্চিত্রে নজরুল’ অনুষ্ঠান। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তারকাকথন’। এ পর্বে থাকবে নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং নজরুল বিষয়ক স্মৃতিচারণ।

আরটিভি

নজরুলের জন্মদিনে বিকাল ৪টায় ‘তবু আমারে দেব না ভুলিতে’ তথ্যচিত্র প্রচার করবে আরটিভি। সুজন আহমেদের গ্রন্থনা ও নির্মাণে এই তথ্যচিত্রে কাজী নজরুল ইসলামের শৈশব, শিক্ষাজীবন, সাহিত্যজীবন, ব্রিটিশবিরোধী আন্দোলন, সংগীতজীবনসহ সমগ্র জীবনচর্চা তুলে ধরা হয়েছে। রাত ৮টায় কাজী নজরুল ইসলামের গল্প থেকে নাটক ‘মেহেরনিগার’ দেখানো হবে। শ্রাবণী ফেরদৌসের চিত্রনাট্যে এবং শুভ্র খানের পরিচালনায় নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার এতে অভিনয় করেছেন। এই গল্পে ইউসুফ ও মেহেরনিগার- এর চরিত্রে তাদের প্রেমে-বিচ্ছেদের গল্প উঠে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × five =