নতুন ফটোশুটে জয়া আহসান

জয়া আহসান এবার সম্পূর্ণ ভিন্নধর্মী ফটোশুটের ছবি দিয়ে নেটদুনিয়ায় আলোড়ন সৃষ্টি করলেন। সোমবার (১৯ জানুয়ারি) ফেসবুকে একগুচ্ছ শাড়ি পড়া ছবি শেয়ার করেছেন জয়া আহসান। মুহূর্তেই ছবিগুলো ভক্তদের দৃষ্টি কাড়ে এবং নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তার ব্যতিক্রমী লুক।

জয়াv অভিনয় দক্ষতা আর রুচিশীল সৌন্দর্যের এক অনন্য সমন্বয়। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন পোশাক প্রতিটি লুকেই জয়ার ব্যক্তিত্ব ও আভিজাত্য আলাদা করে চোখে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই নিজেকে নতুন নতুন রূপে উপস্থাপন করেন তিনি।

ছবিগুলোতে জয়াকে দেখা যায় গাঢ় ম্যাজেন্টা রঙের শাড়িতে সোনালি রঙের কারুকাজ ও সবুজ-সোনালি পাড়ের কাজ শাড়িটিকে দিয়েছে এক রাজকীয় আবহ। শাড়ির দীর্ঘ আঁচল মাটিতে ছড়িয়ে পড়া ভঙ্গিতে পুরো লুকটিকে করেছে আরও নান্দনিক। এর সঙ্গে তার পরনের গাঢ় নীল রঙের ব্লাউজে আয়না ও জরির কাজ স্পষ্টভাবে তুলে ধরেছে বাংলার ঐতিহ্যবাহী কারুশিল্পের ছাপ।

ভারী গয়না, নাকে বড় নথ আর কপালে টিকলি সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে এক ধরনের রাজকীয় আভিজাত্য। সাধারণত এমন ঐতিহ্যবাহী লুকেই জয়ার সৌন্দর্য নিয়ে আলোচনা বেশি হয়।

পুরোনো কোনো বাড়ি বা ঐতিহাসিক স্থাপনার পটভূমিতে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে ওঠে পোস্টের কমেন্ট বক্স। অনেকেই মনে করছেন, সময়ের পরিবর্তন হলেও জয়ার আবেদন ও অনুভূতির গভীরতা আজও একই রকম। যদিও কেউ কেউ ছবিতে তার বয়সের ছাপ কিছুটা দৃশ্যমান বলেও মন্তব্য করেছেন।

এদিকে বড় পর্দায় জয়াকে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার চলচ্চিত্র ‘ওসিডি’। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এই ছবিতে জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা ও সামাজিক লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × 2 =