নতুন ব্র্যান্ডের প্রচারে মিম

আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল ঢাকার হোটেল শেরাটনে মিম ও হারল্যানের ব্র্যান্ড ম্যানেজার আসিফ ইমরান রুবেন পরস্পরের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। মিম বলেন, ‘বাংলাদেশে মানসম্মত কসমেটিকস নিয়ে এসেছে হারল্যান ব্র্যান্ড। এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই পছন্দের এবং মানের দিক থেকেও অতুলনীয়। বাংলাদেশের বাজারে নতুন এই ব্র্যান্ড হারল্যানের ব্যাপক প্রসারে আমি কাজ করব।’

উল্লেখ্য, আমেরিকান কালার কসমেটিকস ব্র্যান্ড হারল্যান গ্রনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএর যৌথ প্রয়াস। মিমের মতো জনপ্রিয় তারকার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এ দেশের কসমেটিক জগতে নতুন মাত্রা যোগ করবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।

সম্প্রতি বিদ্যা সিনহা মিম শেষ করেছেন কলকাতার ‘মানুষ’ সিনেমার কাজ। এতে তাঁর বিপরীতে রয়েছেন জিৎ। পরিচালনা করছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। এতে মন্দিরা নামে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে মিমকে। বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত আছেন তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এর কাজে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘মিশন হান্টডাউন’-এর ফার্স্টলুক। সেখানে হিজাব পরা এক সাধারণ নারীর লুকে দেখা গেছে মিমকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − two =