নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার

নতুন সরকারের মন্ত্রিসভা শপথ নেবে বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন। বুধবার বিকেলে মন্ত্রিপিরষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামীকাল (বুধবার) সংসদ সদস্যদের শপথ। কেবিনেটের শপথ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে। আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে কারা মন্ত্রী হচ্ছেন তা এখনই বলা যাচ্ছে না। আয়োজনে ১৩-১৪শ জন মানুষকে দাওয়াত দেওয়া হবে।

রোববার দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল জয় পায় আওয়ামী লীগ। এবার টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে রেকর্ড করতে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

এর আগে বুধবার সকাল দশটায় শপথ নেবেন দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা। শপথের পর দুপুর বারোটায় আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হবে। সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা নির্বাচিত করবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্যরা।

এই আনুষ্ঠানিকতার পর সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ তিনিই পড়াবেন। আর শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

শপথ অনুষ্ঠানে সাধারণত শপথ নিতে যাওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরিবারের সদস্যরাও থাকেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সাংবিধানিক সংস্থাগুলোর প্রধান, বিদেশি রাষ্ট্রদূতরা উপস্থিত থাকেন। বঙ্গভবনের দরকার এই আয়োজন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × one =