নতুন মামলায় গ্রেপ্তার দেখান হলো শমী কায়সারকে

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টার নতুন মামলায় গ্রেপ্তার হয়েছেন। রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থাকায়, বার বার আদালতের চক্কর কাটতে হচ্ছে শমী কায়সারসহ বেশ কয়েকজন অভিনয় শিল্পীর। এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।  তারপর জামিনে পান তিনি। তবে সে জামিন স্থগিত হয়। ফের আরেক ছাত্রকে হত্যাচেষ্টা মামলায় জড়িয়ে গেলেন শমী কায়সার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার উত্তরা এলাকার টঙ্গী সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকাল ৯টায় তাকে সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়। সকাল সোয়া ১০টায় তাকে আদালতে হাজির করা হয়। আদালতে কাঠগড়ায় থাকা অবস্থায় ভোলার এমপি জ্যাকবের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন তিনি। পরে আদালতে শমী কায়সারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সাদিকুজ্জামান।

এর আগে ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরের দিন ৬ নভেম্বর ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পাঠায় আদালত।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট টঙ্গী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ (২০) আন্দোলনে অংশ নেন। এদিন দুপুর ১২টা ৫০ মিনিটে মিছিলটি উত্তরা পূর্ব থানাধীন আজমপুর এলাকায় পৌঁছালে আসামিদের ছোঁড়া গুলি তার বাম কাঁধে লাগলে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন তিনি।

পরে গত ২২ আগস্ট ১১ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে উত্তরা পূর্ব থানায় মামলা ভুক্তভোগী জুবায়ের হাসান ইউসুফ। এ মামলায় শমী কায়সার সন্দিগ্ধ আসামি।

এর আগে, পরে গত ৮ ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান শমী কায়সার। সেই আবেদনের শুনানি নিয়ে তাকে ৩ মাসের জন্য জামিন দেন হাইকোর্ট। পরে ১২ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + six =