নভেম্বরে মুক্তি পাবে ‘নদীর জলে শাপলা ভাসে’

গ্রামীণ পটভূমি নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। প্রথমবার সিনেমাটির মাধ্যমে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও চিত্রনায়িকা শিরিন শিলা।

জানা গেছে, আসছে নভেম্বরে দেশজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। চলতি বছরের ২৩ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায়। গেল বছরের ১৩ মার্চ বগুড়ার মহাস্থানগড়ে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। একটানা কাজ করে শেষ হয় এর কাজ। এতে নায়েব চরিত্রে মিলন ও তারামন বানু চরিত্রে শিরিন শিলা অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।

গ্রামের সহজ-সরল মাঝির বউ চরিত্রে অভিনয় করেন শিরিন শিলা । ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন মশিউর রহমান। মিলন ও শিরিন শিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক প্রমুখ।

বার্তা২৪

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven + thirteen =