নরেন্দ্র মোদীর বায়োপিকে অমিতাভ!

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমার প্রযোজক প্রেরণা আরোরা। জুম টিভি এন্টারটেইনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান এই প্রযোজক।

নরেন্দ্র মোদীর বায়োপিক নির্মাণের বিষয়ে প্রেরণা আরোরা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছি। তিনি ভারতের সুদর্শন, সবচেয়ে দক্ষ একজন মানুষ। আমি ভাবতেই পারি না, মোদী জির চেয়ে বড় কোনো হিরো আছেন।’

নরেন্দ্র মোদীর চরিত্রে কে অভিনয় করবেন? এ প্রশ্নের উত্তরে প্রেরণা বলেন— ‘মোদীজির চরিত্রের জন্য একজনই উপযুক্ত, তিনি হলেন অমিতাভ বচ্চন।’

তবে এ বিষয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়েছে কিনা, তা অবশ্য জানাননি। এটি কে পরিচালনা করবেন আর কে কে অভিনয় করবেন, কবে নাগাদ শুটিং শুরু হবে সে বিষয়ে কিছু জানাননি প্রেরণা।

রাইজিংবিডি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 + 1 =