সাগর জাহানের নাটকে জোভান ও সাদিয়া

ঈদের ছুটি শেষে আবারও লাইট-ক্যামেরার সামনে ফিরছেন নাটকের অভিনয়শিল্পীরা। গত রোববার থেকে সাগর জাহানের নির্দেশনায় শুটিং করছেন ফারহান আহমেদ জোভান ও সাদিয়া আয়মান। নাটকের নাম ‘মন ভাগাভাগি’। নাটকটি রচনাও করেছেন সাগর জাহান। এতে জোভান অভিনয় করছেন অবাক চরিত্রে এবং সাদিয়াকে দেখা যাবে সূচনা চরিত্রে।

রোমান্টিক ঘরানার মন ভাগাভাগি নাটকটি ঈদুল আজহা উপলক্ষে নির্মাণের কথা ছিল। কিন্তু শিডিউল-জটিলতার কারণে তা হয়নি। অবশেষে ঈদের ব্যস্ততা শেষে শুরু হয়েছে শুটিং।

এর আগে সাদিয়া আয়মানের সঙ্গে ‘তখন যখন’, ‘নোও ইউর পার্টনার’, ‘মনে রাখবো’ নাটকে অভিনয় করেছেন জোভান। নতুন নাটকে অভিনয় করা প্রসঙ্গে জোভান বলেন, ‘সাগর ভাইয়ের প্রতিটি নাটকে একটা চমৎকার গল্প থাকে। এই নাটকেও তার ব্যত্যয় ঘটেনি। তাঁর কাজ ভালো লাগে বলেই তাঁর পরিচালিত নাটকে অভিনয়ের ব্যাপারে আমার বিশেষ আগ্রহ থাকে। আর সাদিয়া আয়মানের সঙ্গে আগেও কয়েকটি নাটকে কাজ করেছি। শিল্পী হিসেবে তাঁর ভালো করার চেষ্টাটা আমাকেও অনুপ্রাণিত করে।’

সাদিয়া আয়মান বলেন, ‘সাগর ভাইয়ের পরিচালনায় এটি আমার দ্বিতীয় কাজ। তাঁর নাটকে প্রেম-ভালোবাসা যা-ই থাকুক না কেন, জীবনঘনিষ্ঠ একটা গল্প থাকে। তাঁর নির্দেশনায় কাজ করে অনেক কিছু শিখতে পারছি। আর জোভান ভাই ভীষণ ডেডিকেটেড একজন শিল্পী। বেশ সহযোগিতাপরায়ণ। আশা করছি, তাঁর সঙ্গে অভিনয় করা মন ভাগাভাগি নাটকটি দর্শকের মন জয় করবে।’

মন ভাগাভাগি নাটকটি প্রকাশ করা হবে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

সাগর জাহান বলেন, ‘জোভান ও সাদিয়া দুজনেই ভালো কাজ করছেন। গত ঈদে আমার “অবাক ভালোবাসা” শিরোনামের নাটকে অভিনয় করেছেন জোভান। অন্যদিকে, সাদিয়া আয়মান এর আগে আমার একটি নাটকে কাজ করলেও, নাটকটি প্রচারে আসেনি। তবে পরিচালক হিসেবে আমি তাঁর কাজে সন্তুষ্ট।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 + 4 =