নাট্যকেন্দ্র মঞ্চে আনছে ‘পুণ্যাহ’ ২ সেপ্টেম্বর

ঢাকার মঞ্চ ‘নাট্যকেন্দ্র’ এবার নতুন নাটক আনছে। নাটকটির নাম ‘পুণ্যাহ’। রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর। নির্দেশনা দিয়েছেন নাট্যকেন্দ্রের সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক।

জানা গেছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামী ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। পরেরদিন একই হলে হবে এর দ্বিতীয় মঞ্চায়ন।

গল্পে দেখা যায়, এক গ্রামে প্রচণ্ড ঝড় হয়। তাতে বিপর্যয়ে পড়ে যায় সেখানকার বসবাসরত মানুষ। তারা নিজেদের কাছে প্রশ্ন করে, কেন বারবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই সংকট নিয়ে এগিয়ে যায় গল্প।

নির্দেশক ইউসুফ হাসান অর্ক বলেন, মানুষ বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় কিংবা মানবসৃষ্ট সংকটের সময় নিজের জীবনকে নতুন করে ভাবতে চায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা সম্প্রতি ঘটে যাওয়া মহামারি করোনার সময়েও আমরা থমকে দাঁড়িয়েছিলাম।

‘সে সময় প্রত্যেকেই জীবনের সঠিক কিংবা ভুল কাজগুলো নিয়ে ভেবেছিল। ‘পুণ্যাহ’র পাণ্ডুলিপি পড়ে আমার একই অনুভূতি হয়েছিল। যদিও পাণ্ডুলিপিটি অনেক আগের লেখা, তবে সমকালীন একটি চিত্র যেন ফুঁটে উঠেছে এর পরতে পরতে। সেই তাড়না থেকেই নাটকটি মঞ্চে নিয়ে আসছি।’

প্রযোজনাটির আলোক প্রক্ষেপণের দায়িত্বে রয়েছেন অম্লান বিশ্বাস। পোশাক পরিকল্পনা করেছেন সাজিয়া আফরিন।কোরিওগ্রাফিতে প্রান্তিক দেব। নাট্যদলের প্রায় ২৫ জন শিল্পী এতে অভিনয় করছেন।

জাগো নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

10 − nine =