নাট্যনির্মাতা ইমরাউল রাফ‍াতের জন্মদিন আজ

নাট্যনির্মাতা ইমরাউল রাফ‍াতের জন্মদিন আজ। ১৯৮৪ সালে চাঁদপুরে জন্ম তার। এক সময় ব্যাংকে চাকরি করতেন। চাকরি ছেড়ে নির্মাণের স্বপ্ন নিয়ে আসেন মিডিয়অয়। মোস্তফা সরয়ার ফারুকীর ছবিয়ালের সদস্য হয়ে রাফারেত যাত্রা শুরু। কাজ করেছেন আশফাক নিপুণের সহকারী হিসেবে। এ পর্যন্ত কয়েক শ টিভি নাটক বানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four + seven =