নাট্যনির্মাতা ফেরদৌস হাসানের জন্মদিন আজ

প্রায় দুই যুগের বেশি সময় ধরে মিডিয়ার সঙ্গে হাসান। পাশাপাশি গল্প উপন্যাসও লিখে আসছেন। ফেরদৌস হাসান ও আখতার ফেরদৌসী রানা নাম দু’টি ভিন্ন হলেও মানুষ কিন্তু একজনই। আশির দশকের শুরুতে টিভি নাটক রচনাতে আসেন। নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক মিলিয়ে দুই হাজারেরও বেশি নাটক রচনা ও পরিচালনা করেছেন। অসংখ্য ব্যবসা সফল সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনার কৃতিত্ত্বও তার বুলিতে। তার লেখা গানও আছে বেশ কিছু। তিনি একজন দক্ষ সুরকার। ফেরদৌস হাসান প্রচার বিমুখ এবং নীরবে কাজ করতেই পছন্দ করেন।

ফেরদৌস হাসান বানিয়েছেন পাঁচ হাজারেরও বেশি নাটক। লিখেছেন প্রায় অর্ধশত উপন্যাস। জনপ্রিয় নাটকগুলোর মধ্যে কয়েকটি হল ফেরা, শ্যওলা, সম্পূর্ণ রঙিন, তোমার বসন্ত দিনে। তাঁর প্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে আমার কেবলই রাত হয়ে যায়, মায়া, ভালবাসি, সে আমার একলা পাখি, সে অসীমা বলে পাইনি, ঝরা পাতা টুকু। আশির দশক থেকে লিখে আসা তার রচনায় সমসাময়িক বিষয় উঠে আসে চমৎকার নৈপূণ্যতায়।

ফেরদৌস হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক শেষে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে বাড়ি পালিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + 9 =