নারায়ণগঞ্জে বাসায় ‘গ্যাসের আগুনে’ দগ্ধ ৬ হাসপাতালে

নারায়ণগঞ্জ, ২৫ জানুয়ারি, ২০২৪ (বাসস): নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের একটি টিনসেড বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই পরিবারের ছয়জন৷ তাদের মধ্যে এক নারী আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন৷

গতাকল বুধবার রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের বাঘপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷

এ ঘটনায় দগ্ধরা হলেন-সুখী আক্তার (৩৩), তার কন্যা সাদিয়া আক্তার (১০), বোন জান্নাতি আক্তার (১৮), ভাই আরিফ হাওলাদার (২১), ফুফাতো বোন রহিমা আক্তার (৩২), রহিমার কন্যা রিতু (১৩)৷ তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন৷

এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রহিমা আক্তারের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে৷ তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন৷ সুখী ও জান্নাতি যথাক্রমে ১৭ শতাংশ ও ১৫ শতাংশ দগ্ধ হয়ে ওয়ার্ডে ভর্তি৷

বাকি তিনজনের সাদিয়ার ৫ শতাংশ, আরিফের ৩ শতাংশ এবং রিতুর ১০ শতাংশ দগ্ধ হয়েছেন৷ প্রাথমিক চিকিৎসার পর তারা অবজারভেশনে আছেন বলে জানান এ চিকিৎসক৷

দগ্ধ রহিমার স্বামী জাহাঙ্গীর হাওলাদার বলেন, তারা এবং সুখীর পরিবার পাশাপাশি বাসায় ভাড়া থাকেন৷ সুখী দুই সপ্তাহ আগে সন্তানের জন্ম দেন৷ তাকে দেখতেই সবাই গতরাতে সুখীর ঘরে ছিলেন৷ এ সময় আগুনের ঘটনা ঘটে৷

প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ঘরে জমা গ্যাস থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি৷ তবে, আগুনের সূত্রপাত কীভাবে হলো তা নিয়ে কাজ করছে পুলিশ৷ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − twelve =