নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো প্রবাসীরা

অভিনব উপায়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা বাংলাদেশের ১৫ জন খেলোয়াড়দের নাম ঘোষণা করেন সারাবিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা। খবর বাসস

আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেয় ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও বার্তায় বাংলাদেশ দলের খেলোয়াড়দের নাম ঘোষণা করেন ১০ দেশের ১০ জন প্রবাসী। ভিডিওর শুরুতে বক্তব্য রাখেন বিসিবির উইমেন্স উইংসের প্রধান ও বাংলাদেশ পুরুষ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খুব বেশি দেরি নেই। আমাদের নারী ক্রিকেটারারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবারের বিশ্বকাপে তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে। এবারের বিশ^কাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষনা করতে চাই। সারাবিশে^র বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরাই এবারের বিশ^কাপের দল ঘোষনা করবেন।’

এরপর কানাডায় বসবাসরত প্রবাসী সূর্বণা শারমিন জানান, বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পেসার মারুফা আক্তারের নাম। পরবর্তীতে বিভিন্ন দেশ থেকে একে-একে বাকি খেলোয়াড়দের নাম ঘোষনা করেন প্রবাসীরা।

প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেয়েছেন টপ-অর্ডার ব্যাটার তাজ নেহার। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাথে শ্রীলংকা সফরে আছেন ২৬ বছর বয়সী তাজ।

নতুন মুখ হিসেবে আরও আছেন অলরাউন্ডার দিশা বিশ্বাস। ২০২৩ সালে নারী টি-টোয়েন্টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। গত বছরের টি-টোয়েন্টি বিশ^কাপ দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দিশার।

গত জুলাইয়ে এশিয়া কাপ দিয়ে দলে ফিরেছিলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। বিশ^কাপ দলে জায়গা হয়নি রুমানার। তার সাথে এশিয়া কাপের দল থেকে আরও বাদ পড়েছেন রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, সাবিকুন নাহার ও ইশমা তানজিম। তাদের জায়গায় দলে নেওয়া হয়েছে সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও সাথি রানিকে।

ভিডিওর শেষ দিকে নারী দলকে শুভকামনা জানান পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আসন্ন আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে। প্রতিটি খেলোয়াড়ের জন্য শুভকামনা।’

নারী টি-টোয়েন্টি বিশ^কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনই মাঠে নামবে বাংলাদেশ। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথি রানী ও দিশা বিশ্বাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + nineteen =