নারীর প্রতি সহিংসতা রোধে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

দেশের নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে, অধিকার ও সুযোগ তৈরি করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও শক্তিশালী করতে একশনএইড বাংলাদেশের উদ্যোগে ১৬ দিনব্যাপী এক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে আজ বিকেলে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে একটি প্রীতি নারী ফুটবল ম্যাচ এবং মার্শাল আর্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। খবর বাসস

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার কক্সবাজার অঞ্চলের প্রধান ইয়োকো আকাসাকা এবং একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

এছাড়াও জাতিসংঘ সংস্থাসমূহের ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 1 =