ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে আশপাশের প্রায় অর্ধশত মার্কেটে। ঈদের বাজারে ছুটির দিন শনিবার যখন বেচাকেনায় সরগরম থাকার কথা ছিল, তখন দুপুর পর্যন্ত এসব মার্কেট বন্ধ থাকতে দেখা গেছে। এসব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, একে তো আগুন, তার উপর রাস্তা বন্ধ, ক্রেতা না আসায় তারা মার্কেট বন্ধ রেখেছেন। তবে নীলক্ষেতে বই মার্কেট খোলা রয়েছে।
রাজধানীতে ঈদের আগে বঙ্গবাজার পুড়ে যাওয়ার পর শনিবার সকালে আগুন লাগে নিউ সুপার মার্কেটের তিন তলা বিপণি বিতানে। সাড়ে তিন ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে দোকানগুলোতে পোশাক পুড়ে ধোঁয়া বের হচ্ছিল দুপুরেও।
সেখানে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী। সেই কাজ নির্বিঘ্ন করতে মিরপুর রোডসহ আশপাশের সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ওই এলাকায় মূল নিউ মার্কেটসহ আশেপাশে প্রায় অর্ধশত মার্কেট রয়েছে। এসব মার্কেটে রয়েছে হাজার হাজার দোকান।
যে মার্কেটে আগুন লাগে, তার ঠিক উত্তরে চন্দ্রিমা সুপার মার্কেট, দক্ষিণে লাগোয়া মূল নিউ মার্কেট। পশ্চিমে লাগোয়া কাঁচা বাজার মার্কেট। এছাড়া বিপরীতে মিরপুর রোডের পূর্ব দিকে রয়েছে গাউছিয়া, চাঁদনী চক, নূর ম্যানশনসহ কয়েকটি মার্কেট। সড়কের পূর্ব পাশে উত্তর দিকে রয়েছে আধা পাকা ধানমন্ডি হকার্স মার্কেট।
বঙ্গবাজারে আগুন লাগার পর ফায়ার সার্ভিস গাউছিয়া মার্কেট পরিদর্শন শেষে অগ্নি ঝুঁকিতে থাকা মার্কেট হিসাবে চিহ্নিত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছিল।
ধানমন্ডি হকার্স মার্কেটের উত্তর দিকে গ্লোব শপিং মল, বদরুদ্দোজা সুপার মার্কেট, ইয়াকুব সুপার মার্কেট, নূর জাহান সুপার মার্কেট, গোল্ডেন সুপার মার্কেট, নেহার ভবন শপিং সেন্টার, প্রিয়াঙ্গন মার্কেটে প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। নিউ এলিফ্যান্ট রোডের কিছু কিছু দোকান-মার্কেট খুললেও দুপুর পর্যন্ত ক্রেতা ছিল না।
বিডিনিউজ