মাঠে নামার আগেই ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ের সুখবর পান নিগার সুলতানা। পরে ২২ গজে আবার নিজেকে মেলে ধরলেন তিনি, খেললেন ঝড়ো ইনিংস। অধিনায়কের ব্যাটে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল বাংলাদেশ। খবর বিডিনিউজ
আইসিসি উইমেন’স বিশ্বকাপ বাছাইপর্বের শুরু থেকেই উড়ন্ত ফর্মে নিগার। বিধ্বংসী সেঞ্চুরি করে যাত্রা শুরুর পর তিনি দ্বিতীয় ম্যাচে খেলেন পঞ্চাশছোঁয়া ইনিংস। ধারাবাহিকতা অব্যাহত রেখে স্কটল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার এই অভিজ্ঞ ব্যাটার করলেন ৫৯ বলে অপরাজিত ৮৩ রান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিগারের সঙ্গে দুই অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক ও শারমিন আক্তারও ফিফটি করলে পঞ্চাশ ওভারে বাংলাদেশ পায় ২৭৬ রানের পুঁজি। ওয়ানডেতে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
থাইল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নিগারের ঝড়ো শতক ও ফারজানা-শারমিনের ফিফটিতে ২৭১ রান করেছিল বাংলাদেশ। এক ম্যাচ পর সেই রেকর্ড নতুন করে লিখল তারা।সেদিনের রেকর্ড জয়ের ম্যাচে ৮০ বলে ১০১ রান করেছিলেন নিগার। দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর জয়ের পথে ৬৮ বলে ৫১ রান করেন তিনি। এবার অপরাজিত ইনিংসে ১১ চারে করলেন ৮৩ রান।
এই সংস্করণে টানা তিনটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচেই ফিফটি করেছিলেন ফারজানা। চলতি বাছাইয়েও দারুণ ফর্মে অভিজ্ঞ এই ওপেনার। তিন ম্যাচে এরই মধ্যে দুটি ফিফটি করেছেন ফারজানা। তার মতোই তিন ম্যাচে দুটি পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেছেন শারমিন।
টস জিতে ব্যাট করতে নেমে আবারও অল্পেই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন ফারজানা ও শারমিন। প্রথম ম্যাচে দুজন মিলে যোগ করেছিলেন ১০৪ রান।
সব মিলিয়ে এটি তাদের চতুর্থ শতরানের জুটি। বাংলাদেশের আর কোনো জুটির দুটির বেশি শতরান নেই। এছাড়া বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করার রেকর্ডও গড়লেন ফারজানা ও শারমিন।
৬৭ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ফারজানা। ক্যারিয়ারের ১৫তম ফিফটিতে ৬ চারে ৮৪ বলে ৫৭ রান করে আউট হন তিনি। শারমিনের ব্যাট থেকেও আসে ৫৭ রান, ৫৯ বলে ৭টি চার মারেন তিনি।
পরে সোবহানা মোস্তারি, রিতু মনিরা দ্রুতই ফিরলে দলের দায়িত্ব নেন নিগার। মাত্র ৩৯ বলে তিনি করেন ক্যারিয়ারের দশম ফিফটি। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৪ বলে গড়ে তোলেন ৬১ রানের জুটি। যেখানে ফাহিমার অবদান ২২ বলে ২৬ রান।
ঝড়ো ব্যাটিংয়ে ১৪০.৬৭ স্ট্রাইক রেটে রান করেন নিগার। ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের পঞ্চাশছোঁয়া ইনিংসগুলোর মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম।