নিরব-সুনেরাহ জুটির সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা নিরব ও অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। সিনেমার নাম ‘জয় বাংলার ধ্বনি’। মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নির্মিত হবে এ সিনেমাটি। এটি পরিচালনা করছেন খ ম খুরশীদ। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণের জন্য ৬০ লাখ টাকা অনুদান পেয়েছেন পরিচালক।

নিরব বলেন, ‘মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস এই সিনেমাটি ভালো হবে। সেই সঙ্গে এই ছবিতে সুনেরাহকে পেয়ে ভালো লাগছে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শকরা। সুনেরাহ বলেন, অনেকদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এ ছবির গল্প ইউনিক। আশা করছি দর্শকের মন ভরাবে ‘জয় বাংলার ধ্বনি’।

সর্বশেষ নিরব অভিনীত ‘অমানুষ’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে তিনি কাজ করেছেন রাফিয়াথ রশিদ মিথিলার বিপরীতে। অপরদিকে সুনেরাহ বিনতে কামাল ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 5 =