নির্মাতা দীপঙ্কর দীপনের জন্মদিন আজ

দীপঙ্কর সেনগুপ্ত দীপন ২২ মে ১৯৭৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার। ২০১৭ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকা অ্যাটাক চারটি বিভাগে (সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা শব্দশৈলী ও সেরা মেক-আপ) বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তিনি তার প্রথম চলচ্চিত্র ঢাকা অ্যাটাক নির্মানের পূর্বে প্রায় এক যুগ ধরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন।

দীপঙ্কর দীপন পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘নাটক ও নাট্যতত্ব’ বিভাগ থেকে। ১৯৯৩ সালে চলচ্চিত্র নির্মানের আগ্রহ থেকেই দীপন রংপুর থেকে ঢাকায় আসেন। দীপনের নির্মান প্রক্রিয়া শুরু হয় ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশগ্রহণ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষায় দীক্ষিত হন তিনি। ১৯৯৮ সাল থেকে সরাসরি নির্মানকাজে যুক্ত তিনি। তিনি টেলিভিশনের জন্য একক ও ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, তথ্যচিত্র নির্মাণ করেন। মেটাফরসিস, ফেরারী এক দিন, টকিং কার, রূপার মুদ্রা, চার দেয়াল, মায়ের দোয়া পরিবহন ইত্যাদি কাজ তার মধ্যে উল্লেখযোগ্য। ২০০৭ সালে তার নির্মিত ‘জননী’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১২ সালে দীপন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সাথে বেশ কিছুদিন কাজ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five + 18 =