নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন আজ

টিভি নাটক ও চলচ্চিত্র পরিচালক রেদওয়ান রনির জন্মদিন আজ। ১৯৮৩ সালে পাবনায় জন্ম তার। রনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। তিনি ২০১২ সালের ২১ জানুয়ারি আয়েশা প্রেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

রনি মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তার নির্মিত প্রথম টেলিফিল্ম ‘উড়োজাহাজ’ যা ২০০৬ সালে মুক্তি পায়। ২০১১ সালে নির্মাণ শুরু করেন তার প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চোরাবালি। অপরাধ থ্রিলার ধারার এই চলচ্চিত্রটি ২০১২ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং সে বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি ৫টি বিভাগে বিজয়ী হয়। বর্তমানে তিনি চরকি নামক স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

রেদওয়ান রনি নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র চোরাবালি (২০১২), আইসক্রিম (২০১৬)। টেলিভিশনে রনির পরিচালিত নাটক, টেলিফিল্ম, ছোট বড় ধারাবাহিকের সংখ্যা সব মিলিয়ে ১০০’র বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য: হাউসফুল, এফএনএফ, বহুরুপী হিমু, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, বিহাইন্ড দ্য পাপ্পি, মানিব্যাগ, জিম্মি, চৌধুরী সাহেবের ফ্রি অফার। নির্মাতা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − four =