নেইমারের ১০ কোটি টাকা জরিমানার হতে পারে

পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের মালিকানাধীন একটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করেছে কর্তৃপক্ষ। পিএসজি তারকাকে একই সাথে বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি টাকার বেশি জরিমানা গুণতে হবে। বুধবার ব্রাজিলের সাও পাওলো নগর কর্তৃপক্ষ এ আদেশ দিয়েছে।

৩১ বছর বয়সী তারকার ভবনটি রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলীয় শহর মাঙ্গারাটিবাতে। স্থানীয় সরকার কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বিলাসবহুল প্রকল্পটি স্বাদু পানির উৎস, শিলা, বালির ব্যবহার এবং চলাচল সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি লঙ্ঘনের এ ঘটনা প্রমাণিত হয়, তবে নেইমারকে এক মিলিয়ন ডলার পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। ভবন পরিদর্শনের সময় তারকা ফুটবলারের বাবা নেইমার দ্য সিলভা সান্তোস অভিযান পরিচালনাকারীদের সাথে খারাপ ব্যবহার করেছে, এমন অভিযোগও উঠেছে।

তবে এ বিষয়ে চুপ নেইমারের পরিবার, তাদের মুখপাত্রও বিষয়টি নিয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 + 19 =