নেদারল্যান্ডস-এ বাংলাদেশের ৫ সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে

নেদারল্যান্ডস-এ প্রদর্শিত হতে যাচ্ছে বাংলাদেশের চার তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ৪ ও ৫ সেপ্টেম্বর এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মূলত ইউরোপীয় সিনেমা প্রেমীদের কাছে বাংলাদেশের সিনেমা ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ আয়োজন।

‘বেস্ট অব বাংলাদেশ’ নামের এই আয়োজনটির চলচ্চিত্র প্রদর্শনীর অংশ সমন্বয় করছেন তরুণ নির্মাতা আরিফুর রহমান। তিনি জানান, বাংলাদেশ থেকে ২০টিরও বেশি চলচ্চিত্র আয়োজকদের কাছে পাঠানো হয়েছিল। একটি বিশেষ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আয়োজকরা ৫টি ছবি নির্বাচন করেছেন।

দুই দিনের এই বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে নূহাশ হুমায়ূনের ‘মশারি’, মাহাদী হাসানের ‘আই অ্যাম টাইম’ ও ‘ফটোগ্রাফ অব অ্যা স্কুল টিচার’, গোলাম রাব্বানীর ‘ছুরত’ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘স্যালভেশন অব ট্রি’।

নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর উদ্যোগে বাংলাদেশের সাফল্যগাঁথা ও সম্ভাবনার কথা বিশ্বের কাছে তুলে ধরতে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ প্রথমবারের মতো ইউরোপের ‘বেস্ট অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। এটা হবে ইউরোপের প্রথম ও একমাত্র ‘মেইড ইন বাংলাদেশ’ শো।

আমস্টারডামের গ্যাশউডার, ওয়েস্টারগাসে-এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পোশাক, টেক্সটাইল, কৃষি, হস্তশিল্প, এফএমজিসি, ডিজিটাল শিল্প ও প্রকাশনা খাত থেকে শীর্ষস্থানীয় ৪০টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 + one =