নড়াইলে সুলতান পদক পেলেন চিত্র শিল্পী শহিদ কবীর

নড়াইল, ২০ জানুয়ারি, ২০২৩ (বাসস): নড়াইলে সুলতান পদক পেলেন চিত্র শিল্পী শহিদ কবীর।

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী ‘সুলতান  মেলা’র সমাপনী দিনে এই পদক প্রদান করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শুক্রবার বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চে  সুলতান পদক-২০২২ তুলে দেন অতিথিবৃন্দ।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভটাচার্য্য এমপি সমাপনী অনুষ্ঠানে ভাচ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি  মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন  জেলা পরিষদের  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক  মো. রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের  চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সাহানা বেগম প্রমুখ।

জেলা প্রশাসন ও  সুলতান ফাউন্ডেশন  যৌথভাবে এই  মেলার আয়োজন করে। গত ৭ জানুয়ারি শুরু হয়ে মেলা চলে ২০ জানুয়ারি পর্যন্তু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen − one =